August 2, 2025

আয়ের রাস্তা দেখাচ্ছে ড্রাগন ফল চাষ!!

 আয়ের রাস্তা দেখাচ্ছে ড্রাগন ফল চাষ!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমান সময়ে রাজ্য সরকার নানা কর্মসূচির মাধ্যমে অর্থনীতিক ক্ষেত্রকে মজবুত করার উদ্যোগ নিয়েছে। মোদ্দা কথা মানুষের আয়ের পথকে প্রসস্থ করা। কর্মসংস্থান ও রোজগারের সুযোগ তৈরি করা।সেই উদ্যোগের ইতিবাচক সাড়া পরিলক্ষিত হচ্ছে পাহাড় এলাকায়। জনজাতিদের আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নে সরকারের ইতিবাচক পদক্ষেপে নতুন করে আশার আলো দেখছেন পাহাড়ের জনজাতিরা।যার দৃষ্টান্ত লক্ষ্য করা গেছে তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামী আর.ডি. ব্লকের অন্তর্গত বিলাইহাম পাড়াতে।

এলাকায় বসবাসকারী জনজাতিরা বিকল্প আয়ের উৎস হিসাবে ড্রাগন চাষকে অবলম্বন করেছে।সংশ্লিষ্ট এলাকায় প্রায় ৪০ টির মত জনজাতি পরিবার, যাদের অধিকাংশই প্রথাগতভাবে জুম চাষের উপর নির্ভরশীল ছিল।

তাঁরা এখন ড্রাগন ফল চাষে হাত দিয়েছে।আদিবাসী উন্নয়ন প্রকল্পের সহায়তায় এলাকায় প্রায় এক হাজার ড্রাগন ফলের চাষ করা হয়েছে।যা আগামী দিনে সংশ্লিষ্ট এলাকার অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *