August 2, 2025

রোগী মৃত্যু, আইজিএমে তুলকালাম!!

 রোগী মৃত্যু, আইজিএমে তুলকালাম!!

অনলাইন প্রতিনিধি :-আবারো আগরতলা আই জি এম হাসপাতালে বেসরকারি নিরাপত্তা কর্মীর বারাবাড়ির কারণে এক রোগীর মৃত্যুর অভিযোগ ঘিরে তুলকালাম!! পরিস্হিতি সামাল দিতে ছুটে আসতে হয়েছে পুলিশ ও সিআরপিএফ জওয়ানদের। জানা যায়, শুক্রবার রাতে দক্ষিণ চন্দ্রপুর এলাকার বাসিন্দ সামু মিয়া নামে এক ব্যক্তিকে শ্বাসকষ্ট জনিত রোগে আই জি এম হাসপাতালে নিয়ে আসা হয়।

কিন্তু আই জি এম হাসপাতালে বেসরকারি নিরাপত্তাকর্মীর অসহযোগিতা ও বারাবাড়ির কারণে সামু মিয়ার মৃত্যু ঘটে বলে অভিযোগ। কারণ, রোগী নিয়ে আসার পরও পরিবারের লোকেদের ডাক্তারের সাথে কথা বলতে দেওয়া হয়নি। রুমের বাইরে দাঁড় করিয়ে রাখে।

বারবার অনুরোধ করা সত্ত্বেও কোনও কাজ হয়নি। ডাক্তার যখন রোগী দেখতে আসেন, ততক্ষণে রোগীর অবস্থা সংকটজনক হয়ে পড়ে এবং মৃত্যু হয়। এই ঘটনা ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয় আই জি এম হাসপাতালে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *