August 2, 2025

চরম নিরাপত্তা হীনতায় কাঞ্চনমালা!!

 চরম নিরাপত্তা হীনতায় কাঞ্চনমালা!!

অনলাইন প্রতিনিধি :-পুলিশের কর্মী সল্পতায় চরম নিরাপত্তা হীনতায় ভুগছে কাঞ্চনমালা এলাকা। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজারে একাধিকবার উগ্রপন্থীদের আক্রমণ হয়েছিল। মৃত্যু হয়েছিল কয়েকজনের।

ওই সময় এলাকার নিরাপত্তার স্বার্থে কাঞ্চনমালা লক্ষ্মীছড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পাশে বসানো হয়েছিল টিএসআর ক্যাম্প। তারপর দেওয়া হয়েছিল এসপিও জওয়ানদের। এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠার পর ক্যাম্পে পুলিশকর্মী দেওয়া হয়। এলাকার নিরাপত্তার জন্য কোন ঘাটতি ছিল না। ক্যাম্পের পুলিশকর্মীরা স্থানীয় কাঞ্চনমালা বাজার সহ গোটা এলাকায় প্রতিনিয়ত টহলদিত।

কিন্তু ওই ক্যাম্পে বর্তমানে পুলিশ কর্মী মাত্র চারজন। এই চারজন পুলিশ কর্মী দিয়েই কোন রকম ভাবে পুলিশ ক্যাম্পটি চালানো হচ্ছে। চারজন পুলিশ কর্মীর মধ্যে একজনকে থাকতে হয় ক্যাম্পের সেন্ট্রি ডিউটিতে। রয়েছে কর্মীদের ছুটি। অথচ এখানে গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে অনেক কিছুই রয়েছে। স্বাভাবিকভাবেই গেটা এলাকার মানুষ চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *