August 2, 2025

ঐতিহ্যবাহী হজাগিরি উৎসব!

 ঐতিহ্যবাহী হজাগিরি উৎসব!

অনলাইন প্রতিনিধি :-সোমবার সন্ধ্যায় গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে শুরু হতে যাচ্ছে দুইদিন ব্যাপী রাজ্য ভিত্তিক একত্রিশ তম হজাগিরি উৎসব। সন্ধ্যায় উৎসবের আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্য সরকারের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্য সরকারের মন্ত্রী শুক্লাচরণ নয়াতিয়া

এছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্য এবং বহিঃরাজ্যের আরও বেশ কয়েক জন মন্ত্রী, বিধায়ক, এমডিসি সহ স্বনামধন্য শিল্পীদের। দুইদিনের হজাগিরি উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে সেজে উঠেছে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠ। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ।

শেষ তুলির টান দিতে ব্যস্ত উৎসব কমিটির কর্মকর্তা সহ কর্মীরা। মহকুমা সদরের বিভিন্ন রাস্তার মুখে নির্মাণ করা হয়েছে অস্থায়ী তোরণ। ময়দানে নির্মাণ করা হয়েছে প্রায় ষাটটি স্টল। তৈরী করা হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ। সব মিলিয়ে দুইদিনের ওই রাজ্য ভিত্তিক হজাগিরি উৎসবকে কেন্দ্র করে গন্ডাছড়া মহকুমা সদরে এখন সাজো সাজো রব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *