January 10, 2026

লক্ষ্মী পুজোর জমজমাট বাজার!!

 লক্ষ্মী পুজোর জমজমাট বাজার!!

অনলাইন প্রতিনিধি :-শারদোৎসবের রেশ কাটতে না কাটতেই কোজাগরী তথা লক্ষ্মী পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। তিথি অনুযায়ী আগামীকাল অর্থাৎ ২৮ অক্টোবর শনিবার প্রতিটি ঘরে ঘরে পুজিত হবেন মা লক্ষ্মী। ধনদেবীর আরাধনায় যাবতীয় প্রস্তুতি এখন তুঙ্গে। দুইদিন আগে থেকেই আগরতলা শহরের প্রধান প্রধান বাজারগুলি জমজমাট। ফুল, বেলপাতা থেকে পুজোর যাবতীয় উপকরণ এখন বাজারেই উপলব্ধ। নানা দামে বিক্রি হয় মাটির লক্ষ্মী প্রতিমা। তবে দাম শুনলে গৃহস্থের গায়ে আগুনের ছেঁকা লাগছে। সবজি থেকে ফল, সব কিছুরই দাম উর্ধমুখী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *