September 16, 2025

ত্রিপুরার নয়া রাজ্যপাল হলেন ইন্দ্রসেনা রেড্ডি।

 ত্রিপুরার নয়া রাজ্যপাল হলেন ইন্দ্রসেনা রেড্ডি।

অনলাইন প্রতিনিধি :- ত্রিপুরার নতুন রাজ্যপাল হলেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।বুধবার তেলেঙ্গানার এই বিজেপি নেতা ৭০ বছরের ইন্দ্রসেনা রেড্ডিকে ত্রিপুরার রাজ্যপাল হিসাবে মনোনীত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।বর্তমানে ত্রিপুরার রাজ্যপালের দায়িত্বে আছেন সত্যদেও নারাইন আর্য।বুধবার রাষ্ট্রপতি ভবন থেকে ত্রিপুরা এবং ওড়িশার রাজ্যপালের নিয়োগের কথা ঘোষণা করা হয়। ওড়িশার রাজ্যপাল হচ্ছেন রঘুবর দাস, আর ত্রিপুরার রাজ্যপালের দায়িত্ব নেবেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।উল্লেখ্য, ইন্দ্রসেনা রেড্ডি অবিভক্ত অন্ধ্রপ্রদেশ থেকে বিজেপির টিকিটে বিধায়ক হয়েছিলেন। বর্তমানে তেলেঙ্গানার বিজেপি নেতা হিসাবে পরিচিত ইন্দ্রসেনা রেড্ডি। তিনি ১৯৮৩ সালে প্রথম অন্ধ্রপ্রদেশের বিধায়ক হন। এরপর আরও দু-বার তিনি অন্ধ্রপ্রদেশের বিধায়ক হন।অন্ধ্রপ্রদেশের মালাকপ্যাট কেন্দ্র থেকে তিনি দুই দফায় বিধায়ক হয়েছিলেন।তিনি বিজেপির জাতীয় কার্যকরী সদস্য হিসাবেও দায়িত্ব পেয়েছিলেন। তিনি দক্ষিণের রাজ্য তেলেঙ্গানার বিজেপি সভাপতিও ছিলেন। উল্লেখ্য, ত্রিপুরার বর্তমান রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য’র কার্যকালের মেয়াদ শেষ হয়ে যায় গত ২৫ আগষ্ট। রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা নয়া রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে ত্রিপুরার রাজ্যপাল হিসাবে মনোনয়নে তাকে আন্তরিক অভিনন্দন জানান। শ্রীরেড্ডি ত্রিপুরার বিংশতিতম রাজ্যপাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *