August 2, 2025

“মেরি মাটি মেরা দেশ”!!

 “মেরি মাটি মেরা দেশ”!!

অনলাইন প্রতিনিধি :-আগামী লোকসভা নির্বাচন কে সামনে রেখে সারা দেশেই “মেরি মাটি মেরা দেশ” কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। দেশের প্রতিটি পঞ্চায়েত ও নগর এলাকা থেকে মাটি সংগ্রহ করে, সেই মাটি নিয়ে যাওয়া হবে দিল্লি।ত্রিপুরাতেও এই কর্মসূচি গ্রহণ করা হয়। গত প্রায় একমাস ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহের কর্মসূচি চলছে।

বুধবার এই কর্মসূচির রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি হয় আগরতলা সচিবালের প্রবেশদ্বারে স্কেপ গার্ডেনের সামনে।রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলসি করে মাটি নিয়ে আসা দলীয় নেতা কর্মীরা সকালে সার্কিট হাউস প্রাঙ্গণে জড়ো হয়। সেখান থেকে সুসজ্জিত র‍্যালি করে মহাকরণের সামনে মিলিত হয়।র‍্যালিতে অংশ নেন মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার সকল সদস্য সদস্যা, বিজেপি প্রদেশ সভাপতি, দলের শীর্ষ স্তরের নেতৃত্ব, দলীয় কর্মী সমর্থক, বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী, সমাজের বিভিন্ন স্তরের গুনীজনেরা সহ আরও অনেকে।

অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা মাটি গ্রহণ করেণ মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা। মন্ত্রীরা শপথ নেন, ২০৪৭ সালের মধ্যে ত্রিপুরা কে আত্মনির্ভর ও উন্নত রাজ্য হিসাবে গড়ে তোলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *