August 3, 2025

হর ঘর নেতাজি!!

 হর ঘর নেতাজি!!

অনলাইন প্রতিনিধি :-হর ঘর মোদি, বিজেপি’র এই প্রচার শ্লোগান থেকে অনুপ্রানিত কিনা জানা নেই। তবে এবার দেশের বীর সন্তান নেতাজী সুভাষ চন্দ্র বসুকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য “হর ঘর নেতাজী ” এই কর্মসূচি গ্রহণ করেছে বামফ্রন্টের অন্যতম শরীক ফরওয়ার্ড ব্লক। দেশের যে যে রাজ্যে ফরওয়ার্ড ব্লকের সংগঠন রয়েছে, সেই সব রাজ্যে হর ঘর নেতাজি কর্মসূচি হাতে নিয়েছে তারা। সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লকের চেয়ারম্যান নরেন চ্যাটার্জি শুক্রবার বাধারঘাট এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নেতাজির আদর্শ সম্মিলিত লিফলেট বিলি করেন।

উনার সঙ্গে ছিলেন বাধারঘাট এলাকার বিজিত প্রার্থী পার্থ রঞ্জন সরকার সহ অন্যান্যরা। নরেন বাবু বলেন, ভারতবর্ষে বর্তমানে যে অর্থনৈতিক সংকট, সামাজিক সংকট, এবং ধর্ম নিয়ে যে বিভেদ, তা থেকে একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শই মুক্তি দিতে পারে। দারিদ্রতা, বেকারি, অনাহারে ভারত বর্ষ এক সংকটের মধ্যে দিয়ে চলছে। তা থেকে একমাত্র মুক্তি দিতে পারে নেতাজি সুভাষ চন্দ্রের ভাবাদর্শ মত ও পথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *