August 2, 2025

জাতীয় যোগাসন, রাজ্যদল ঘোষণা।

 জাতীয় যোগাসন, রাজ্যদল ঘোষণা।

অনলাইন প্রতিনিধি :-আগামী নভেম্বর মাসে রাজ্যে হতে চলা ৬৭তম অনুর্ধ্ব ১৭ জাতীয় স্কুল যোগাসন প্রতিযোগিতাকে সামনে রেখে রাজ্যদল গঠন করা হলো। মোট ৩০ জনের টিম গঠন করা হয়েছে। এর মধ্যে গ্রুপ আসনে ২৩ জন এবং রিদ্মিক যোগায় ৪ জন ও আটিস্টিক যোগায় ৩ জন রয়েছে। রাজধানীর এনএসআরসিসি’র যোগা হলে দু’দিনের সিলেকশান ট্রায়াল কাম কম্পিটিশনের মধ্য দিয়ে ৩০ জনের রাজ্য দল গঠন করা হয়েছে।পশ্চিম জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা দিবাকর দেবনাথ ও পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্মসচিব মদন বণিক সহ অনেকেই এদিন উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, আগামী ২২-২৭ নভেম্বর আগরতলায় অনূর্ধ্ব ১৭ জাতীয় স্কুল যোগাসন আসরটি হচ্ছে। রাজ্য দল :- অনূর্ধ্ব ১৭ মেয়েদের রিস্মিক গ্রুপে অঙ্কিতা দেব ও ঋত্বিকা আচার্য।অনূর্ধ্ব ১৭ মেয়েদের আটিস্টিক যোগায় পরিজাত সাহা ও শাইলিমা দেববর্মা।

অনূর্ধ্ব ১৭ ছেলেদের ঋদ্বিক যোগায় শুভদ্বীপ ভৌমিক ও শঙ্কু সিনহা রায়।অনূর্ধ্ব ১৭ ছেলেদের আর্টিস্টিক যোগায় রত্নদ্বীপ ভট্টাচার্য। অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিভাগে পায়েল দাস, প্রতিভা সিনহা, শর্বাণী দেবনাথ, উস্মিতা দেবনাথ, গীতাশ্রী ভৌমিক, অঙ্কিতা দাস, দেবদৃতা ঘোষ, নিকিতা দাস, জয়শ্রী বণিক, কথাশ্রী রায় ও দীপান্বিতা মিত্র। অনূর্ধ্ব ১৭ ছেলেদের বিভাগে-দেবর্পন কুন্ডু, আকাশ ভৌমিক, সৌরভ সূত্রধর, রাজদীপ পাল, নয়ন দাস, সাগর রায়, সায়ন শীল, সায়ন রুদ্র পাল, ঋতুরাজ দেবনাথ, অনয় দাস, অরিন্দম দাস ও শুভজিৎ দেবনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *