August 2, 2025

দুই মাস অতিক্রান্ত, টিসিএ দুর্নীতির তদন্ত কোথায় ?

 দুই মাস অতিক্রান্ত, টিসিএ দুর্নীতির তদন্ত কোথায় ?

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্ষমতা দখলে শাসক দলের দুই গোষ্ঠীর নজিরবিহীন বিরোধকে কেন্দ্র করে, উচ্চ আদালতের নির্দেশের দুই মাস অতিক্রান্ত হতে চলেছে আগামীকাল।যে অভিযোগকে কেন্দ্ৰ করে শাসকদলের এক গোষ্ঠী অপর গোষ্ঠীর উপর চড়াও হয়েছে, প্রকাশ্য রাজপথে ন্যাক্কারজনক শক্তি প্রদর্শন করে পথচলতি জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল, আদালতের নির্দেশের পরও গত দুই মাসে দুর্নীতির তদন্ত নিয়ে কিছুই হলো না। স্বাভাবিকভাবেই জনমনে এবং রাজ্যের রাজ্যের ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন জেগেছে, দুর্নীতির অভিযোগ কি তাহলে উপলক্ষ মাত্র ? যদি তা না হয়, তাহলে গত দুই মাস ধরে টিসিএ-র দুর্নীতি নিয়ে একটি টু শব্দটিও নেই কেন? তদন্ত তো দূরের কথা। দুর্নীতি তদন্তে রাজ্য সরকারের পক্ষ থেকে যেমন কোনও উদ্যোগ লক্ষ্য করা যায়নি, তেমনি টিসিএর পক্ষ থেকেও কোনোও উদ্যোগ এখনো পর্যন্ত দেখা যায়নি।এমবিবি মাঠে ফ্লাড লাইট বসানো নিয়ে দুর্নীতি হয়েছে বলে শাসক দলের একটি গোষ্ঠী সরাসরি অপর গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে। অভিযোগ, এর পিছনে ছিল শাসকের একটি গোষ্ঠীর পরিকল্পিত ইন্ধন এবং টিসিএ-র ক্ষমতাকে নিজেদের কুক্ষিগত করার প্রয়াস। এই নিয়ে দুই পক্ষের চাপানউতোর বাড়তে বাড়তে গত ১৯ জুলাই সেই বিরোধ প্রকাশ্যে রাস্তায় নেমে আসে। মিডিয়ার দৌলতে রাজ্যবাসী এবং দেশবাসী দেখেছে অস্ত্রের আস্ফালন, মারধর, হুমকি, টিসিএ-এর অফিস দখল সহ আরও অনেক কিছু। শাসকের দুই গোষ্ঠীর এই প্রকাশ্য কাজিয়া দেখে গোটা রাজ্যবাসী ছিছি করেছে। পুলিশের ভূমিকাও ছিল ন্যক্কারজনক। কেননা, দুই গোষ্ঠীর লড়াইয়ে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেনি। অদৃশ্য ক্ষমতার অঙ্গুলিহেলনে পুলিশকেও এক পক্ষের হয়ে কাজ করতে দেখা গেছে। এই বিরোধের জল দিল্লী পর্যন্ত গড়িয়েছে বলে খবর।শেষে দুই পক্ষের বিরোধ এবং টিসিএ- এর অচলাবস্থা নিরসনে উচ্চ আদালতে মামলা গড়ায়। বিচারপতি অরিন্দম লোধ দুই পক্ষের সাথে দুই দফায় আলোচনা করে মীমাংসার পথ খোঁজেন। গত ৩ আগষ্ট বিচারপতি শ্রীলোধ বেশ কিছু নির্দেশিকা দিয়ে একটি রায় ঘোষণা করেন। তাঁর এই নির্দেশিকায় দুর্নীতির তদন্তের কথা বলা হয়েছিল। সমস্যা সমাধানে টিসিএতে একজন কমিশনারও নিযুক্তি দিয়েছেন।কিন্তু প্রশ্ন হচ্ছে, যে কারণে এত ঝামেলা, সেই দুর্নীতির তদন্তের কী হলো? জানা গেছে, আগামী ৬ অক্টোবর টিসিএ সংক্রান্ত বেশ কয়েকটি মামলার শুনানি হবে উচ্চ আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *