August 2, 2025

ইসকনে রাধা অষ্টমী উদযাপন!!

 ইসকনে রাধা অষ্টমী উদযাপন!!

অনলাইন প্রতিনিধি :-রাধা অষ্টমী হচ্ছে কৃষ্ণের সঙ্গিনী রাধার জন্ম তিথি। বিশেষ করে ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে তার জন্মস্থান বারসানায় অত্যন্ত উৎসাহের সাথে দিনটি পালিত হয়।

স্কন্দ পুরাণের বিষ্ণু খন্ডে উল্লেখ করা হয়েছে যে, ভগবান শ্রীকৃষ্ণের ষোল হাজার গোপী ও গোপিকা ছিলেন। তাদের মধ্যে সর্বেশ্বরী ছিলেন রাধা দেবী।

পৌরাণিক ধর্মীয় গ্রন্থ অনুসারে, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখী রাধা ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। কৃষ্ণ জন্মাষ্টমীর মতো, রাধা রানীর জন্মবার্ষিকীও দেশজুড়ে উৎসাহের সঙ্গে পালিত হয়। শনিবার রাধা অষ্টমী মহা ধূপ ধামে আগরতলা ইসকন মিশনে পালিত হয়। রাধা ও কৃষ্ণ কে অর্ঘ্য দিয়ে স্নান করানো হয়। পরবর্তীতে কেক কেটে রাধা অষ্টমী পালন করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগণিত ভক্তবৃন্দ। আজকের এই অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন মিশনের কো অধ্যক্ষ শ্রীদাম গোবিন্দ দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *