August 5, 2025

গড়ে উঠছে বর্জ্য থেকে জৈব সার কারখানা!!

 গড়ে উঠছে বর্জ্য থেকে জৈব সার কারখানা!!

অমরপুরের বিধায়ক রঞ্জিত দাসের সময়োচিত পদক্ষেপে এবং পাহাড়ের ধংসাত্মক রাজনৈতিক চক্রান্তের কবল মুক্ত হয়ে অবশেষে অমরপুর শহর উপকন্ঠের রাংকাং গ্রাম পঞ্চায়েতের তুতবাগানে গড়ে উঠছে বর্জ্য থেকে জৈব সার প্রক্রিয়াকরণ কেন্দ্র। অমরপুর নগর এলাকার ময়লা আবর্জনা থেকে তৈরি করা হবে জৈব সার। দেড় কোটি টাকার প্রকল্প। প্রাথমিক ধাক্কা সামলে প্রক্রিয়াকরণ কেন্দ্রের নির্মান কাজ দ্রুত এগিয়ে চলছে। এখন পর্যন্ত পঞ্চাশ শতাংশের বেশি নির্মান কাজ সম্পন্ন হয়েছে। অমরপুর নগর পঞ্চায়েত এলাকার যাবতীয় ময়লা আবর্জনা সংগ্রহ করে আধুনিক ও বিজ্ঞান সম্মত ভাবে জৈব সার উৎপাদন কটা হবে। কিন্তু এই জৈব সার প্রক্রিয়াকরণ কেন্দ্র নির্মানের স্থান নির্বাচন নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। গায়ের জোরে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছিল শ্রমিকদের শেড সহ অন্যান্য নির্মাণ। ফলে শুরুতেই ধাক্কা খায় এই উন্নয়ন প্রকল্প। অভিযোগ, শুধু মাত্র রাজনৈতিক লাভা লাভের জন্যই ওই এলাকার নির্বাচিত এমডিসি এবং তিপ্রমথার কেন্দ্রীয় নেতৃত্বের প্রত্যক্ষ মদতে ও নেতৃত্বের উপস্থিতিতে মকরাই বাড়িতে কয়েক লক্ষ টাকা ব্যয়ে নির্মীয়মান জৈব সার প্রক্রিয়াকরণ কেন্দ্রটি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনায় পুলিশ দায় সারা গোছের মামলা মকদ্দমা করলেও, আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই। সেই জৈব সার প্রক্রিয়াকরণ কেন্দ্রটির স্হান পরিবর্তন করে বর্তমানে রাংকাং গ্রাম পঞ্চায়েতের তুঁত বাগান সংলগ্ন স্থানে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *