September 20, 2025

রানি দ্বিতীয় এলিজাবেথ স্মৃতিতে মহার্ঘতম মুদ্রা নিয়ে এল ব্রিটেন।

 রানি দ্বিতীয় এলিজাবেথ স্মৃতিতে মহার্ঘতম মুদ্রা নিয়ে এল ব্রিটেন।

২০২২-এর ৮ সেপ্টেম্বর ৯৬ বছরে প্রয়াত হন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। প্রয়াণের এক বছর পূর্তি উপলক্ষে রানির স্মৃতিতে আনুষ্ঠানিক ভাবে নতুন মুদ্রার উদ্বোধন করল ব্রিটেনের রাজ পরিবার। রীতিমতো চোখ ধাঁধানো এই মুদ্রাকে বলা হচ্ছে ‘বিশ্বের সর্বকালের সবচেয়ে মূল্যবান’। এই মুদ্রা কী ধরনের মহার্ঘ ধাতু দিয়ে তৈরি হয়েছে, তা শুনলে যে কেউ চমকে যেতে পারেন। মুদ্রাটি তৈরি করা হয়েছে প্রায় ৪ কেজি সোনা দিয়ে। এখানেই শেষ নয়। প্রায় সাড়ে ছয় হাজারের বেশি হীরাও রয়েছে এই মুদ্রায়। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতীয় টাকায় এই মুদ্রার মূল্য প্রায় ১৯২ কোটি টাকা! মুদ্রাটি তৈরি করেছে বিলাসবহুল লাইফস্টাইল ব্র্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি। রানির মৃত্যুর এক বছর পূর্তি উপলক্ষে মুদ্রাটি চালু করা হয়েছে বলে সংস্থা সূত্রে জানানো হয়েছে।ব্রিটেনের স্কাই নিউজ জানিয়েছে, এই মুদ্রার ব্যাস ৯.৬ ইঞ্চি।দেখতে অনেকটা বাস্কেটবলের আকারের। মুদ্রাটির ঠিক কেন্দ্রে একটি সোনার চাকতি। সেই চাকতির উপর রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি মুদ্রণ করা রয়েছে। নীচে লেখা, ‘গড সেভ দ্য কুইন’। আসলে এটি একাধিক মুদ্রার মিলিত রূপ। বড় মুদ্রার ভিতরে ছোট ছোট ছয়টি হীরা দিয়ে তৈরি একাধিক মুদ্রা। মূল মুদ্রাটির ওজন প্রায় ১ কিলো। ছোট মুদ্রাগুলির এক-একটির ওজন প্রায় ৩০ গ্রাম। ব্রিটেনের বিভিন্ন সময়ের শাসকদের প্রতিকৃতি খোদাই করা সেই ছোট মুদ্রাগুলিতে। মেরি গিলিক, আর্নল্ড মাচিন, রাফেল ম্যাকলুফ এবং ইয়ান র‍্যায়াঙ্ক ব্রডলির মতো প্রখ্যাত শিল্পীরা প্রতিকৃতিগুলি বানিয়েছেন। মুদ্রার উৎপাদক সংস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানি জানিয়েছে, বহুমূল্য এই মুদ্রার নাম দেওয়া হয়েছে ‘দ্য ক্রাউন’। এই মুদ্রাটি বিক্রি করা হবে কি না, যদিও তা এখনও সংস্থার তরফে জানানো হয়নি। তারা জানিয়েছে, এই মুদ্রাটি তৈরির কাজ রানির মৃত্যুর আগেই শুরু করা হয়েছিল। নবতিপর রানি বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে ভোগার সময় থেকেই মোটামুটি ধরে নেওয়া হয়েছিল যে, উনি পৃথিবীতে আর বেশিদিন নেই। এটাও স্থির ছিল, রানির প্রয়াণের প্রথম বার্ষিকীতেই এই মুদ্রাকে আনুষ্ঠানিক ভাবে সামনে আনা হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, মুদ্রাটি ‘শিল্পীদের ১৬ মাসের ভালবাসার শ্রম’ দিয়ে তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *