August 2, 2025

চালের দাম বৃদ্ধিতে প্রশাসনের অভিযান!!

 চালের দাম বৃদ্ধিতে প্রশাসনের অভিযান!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। বাজারে চালের মূল্য যেভাবে বেড়ে চলেছে তাতে গরিব ও সাধারণ উপার্জনশীল মানুষ খুব উদ্বেগে পড়েছেন। আচমকাই স্থানীয় উৎপাদিত চালের মূল্য লাগামছাড়া ভাবে বৃদ্ধি পেয়েছে। এতে বহিঃরাজ্যের আমদানি করা চালের মূল্যও গত দু’মাসের মধ্যে অনেকটা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় উৎপাদিত চাল নিয়ে বাজারে চরম ফাটকাবাজ চলেছে বলেও ক্রেতা সাধারণের অভিযোগ। সেই কারণে চালের মূল্য প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে।

চালের মূল্য এভাবে গত দু’মাস ধরে লাগামছাড়া বৃদ্ধি পেলেও, রাজ্য সরকারের নজরদারি নেই বললেই চলে। এ বিষয়ে বুধবার দৈনিক সংবাদ পত্রিকায় বিস্তারিত সংবাদ প্রকাশিত হওয়ার পরই টনক নড়ে প্রশাসনের। বুধবার প্রশাসনের এক টিম অভিযান চালায় মহারাজগঞ্জ বাজার চাল পট্টিতে। সেখানে একটি দোকানে অনিয়ম পাওয়ায় দোকানটিকে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি আরেকটি দোকানে মূল্য নিয়ে বেনিয়ম থাকায় তাদেরকে বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন। এরকম অভিযান যারি থাকবে বলে জানান খাদ্য দপ্তরের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *