August 2, 2025

সাহায্য নিয়ে ভারতীয় জাহাজ পৌঁছালো শ্রীলঙ্কায়

 সাহায্য নিয়ে ভারতীয় জাহাজ পৌঁছালো শ্রীলঙ্কায়

ধান, ওষুধ, গুড়ো দুধ এবং আরও অনেক জরুরি প্রয়োজনীয় জিনিস দেউলিয়া শ্রীলঙ্কাকে দিতে ভারতীয় জাহাজ রওনা হয়েছে চেন্নাই থেকে। রবিবার জাহাজটি পৌঁছাবে কলম্বোতে। এই জাহাজে রয়েছে ৯০০০ মেট্রিক টন সহায়তা সামগ্রী। যার মধ্যে শুধু ওষুধের মূল্য ৪৫ কোটি টাকা। অভূতপূর্ব অর্থনৈতিক সঙ্কটে থাকা শ্রীলঙ্কার এই ঐতিহাসিক দুঃসময়ে তার পাশে সাহায্যের ডালি নিয়ে দাঁড়িয়েছে ভারত। তবুও শ্রীলঙ্কার সঙ্কট দূর হচ্ছে না। ভারত ‘নেইবারহুড ফার্স্ট’ পলিসি অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্নরকম সহায়তা পাঠিয়ে যাচ্ছে দ্বীপ রাষ্ট্রে। পাঠিয়েছে আগে জ্বালানি। এর মধ্যে রয়েছে পেট্রোল, কুকিং গ্যাস ইত্যাদি। অন্তত ৩.৫ বিলিয়ন ডলার মূল্যের সামগ্রীর যোগান সাহায্যরূপে প্রেরিত হয়েছে। এখন ২০০ মেট্রিক টন দুধ এবং ২৪ মেট্রিক টন জীবনদায়ী ওষুধ পাঠিয়েছে ভারত।
এদিকে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘে সতর্কবার্তা দিয়ে বলেছেন, তার দেশ খাদ্য সঙ্কটের মুখে। গ্যাস সিলিন্ডার না থাকা প্রতি পাঁচটি পরিবারের দুটি পরিবারকে দেওয়া হয়েছে গতকাল। মানুষ সারিবদ্ধ হয়ে রয়েছে গ্যাস পাওয়ার আশায়। গত বছর এপ্রিল মাসে রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসা সব রাসায়নিক সারে নিষেধাজ্ঞা দেন। এতে ফলন হ্রাস পায়। এবার আর্থিক দেউলিয়া হলো দেশ। ফলে খাদ্য সঙ্কট শুরু হয়েছে। জনগনকে শান্ত রাখাতে সেনা নামানো হয়েছে। চিনের ঋণফাঁদে আটকে গিয়েছে শ্রীলঙ্কা। এখনও দ্বীপ রাষ্ট্রকে হাতের মুঠোয় রাখতে সচেষত চিন। আগামীকাল যে ভারতীয় জাহাজটি পৌঁছাচ্ছে শ্রীলঙ্কায় সাহায্য নিয়ে, তাতে রয়েছে দুই বিলিয়ন ডলার মূল্যের বিভিন্ন সহায়তা সামগ্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *