August 3, 2025

” বিস্ফোরক দীপার কোচ”,উত্তর পূর্বের প্রতিনিধি বলেই ছাত্রীর প্রতি এই বঞ্চনা”,

 ” বিস্ফোরক দীপার কোচ”,উত্তর পূর্বের প্রতিনিধি বলেই ছাত্রীর প্রতি এই বঞ্চনা”,

অনলাইন প্রতিনিধিঃ- ট্রায়ালে শীর্ষে থেকেও এশিয়াডের জিমন্যাস্টিক দল থেকে বাদ পড়েছেন দীপা কর্মকার। চোট আঘাতের সমস্যা, ডোপিং বিতর্ককে পিছনে ফেলে দুরন্ত প্রত্যাবর্ত‌ন করেছিলেন আগরতলার বঙ্গ তনয়া। কিন্তু ফেডারেশনের নিয়মের জাঁতাকলে এশিয়ান গেমসের তালিকা থেকে বাদ পড়েছেন দীপা। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দীপার কোচ তথা দ্রোণাচার্য বিজয়ী বিশ্বেশ্বর নন্দী।

ভারতের এই তারকা জিমন্যাস্ট দীর্ঘ ২১ মাস নির্বাসন ছেড়ে সদ্য ফিরেছেন। রিও অলিম্পিক্সে প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসাবে অংশ নেওয়া দীপা দুই দিনের যোগ্যতাঅর্জন পর্বের শেষে মোট ৪৭.০৫ পয়েন্ট সংগ্রহ করে তালিকায় শীর্ষে থেকেই এশিয়ান গেমসে নামার ছাড়পত্র পেয়েছিলেন।কিন্তু হঠাত করেই জানানো হয় এশিয়াডে অংশ গ্রহণের জন্য যে যোগ্যতামান রয়েছে তা পূরণ করতে পারেননি দীপা।এশিয়াডে অংশগ্রহণের জন্য ক্রমতালিকা এবং শেষ এক বছরের পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্ত নির্বাসিত থাকায় শেষ এক বছর কোনও আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিতে পারেননি দীপা। এরফলে ট্রায়ালে শীর্ষে থেকেও এশিয়াডের দল থেকে বাদ পড়েছেন। ছাত্রীর প্রতি এই বঞ্চনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন কোচ বিশ্বেশ্বর নন্দী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *