August 3, 2025

অমৃত ভারত রেল স্টেশন প্রকল্পের শিলান্যাস

 অমৃত ভারত রেল স্টেশন প্রকল্পের শিলান্যাস

অনলাইন প্রতিনিধিঃ- রবিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে সারা দেশে ৫০৮ টি স্টেশনের সাথে সকাল দশটা সাতান্ন মিনিটে ত্রিপুরার ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুর মাতাবাড়ি রেল স্টেশনকেও অমৃত ভারত রেল স্টেশনে উন্নতি করার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এই কর্মসূচিকে কেন্দ্র করে ধর্মনগর রেল স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন প্রদ্যোত দে সরকার, লামডিং রেল ডিভিশনের ডিসিএম রমেশ কুমার মাহাতো সহ আরও অনেকে। জানা গেছে, যাত্রীদের উন্নত পরিষেবা প্রদানের জন্য ৩২.৬ কোটি টাকা ব্যয়ে ধর্মনগর রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশনে উন্নতি করা হবে। আগামী কিছু দিনের মধ্যে ধর্মনগর রেল স্টেশনের উন্নতিকল্পে কাজ শুরু হবে। ধর্মনগর রেল স্টেশনের সম্মুখভাগ, প্ল্যাটফর্মের সাইনবোর্ড, জল সরবরাহ, আলো ফুট ওভার ব্রিজ ইত্যাদি উল্লেখযোগ্য ভাবে উন্নতি করা হবে। এছাড়াও রয়েছে পরিকল্পিত পার্কিং সুবিধা, উন্নত রাস্তা এবং ডিভাইডার, জলের ফোয়ারা, নতুন ১২ মিটার চওড়া ফুট ওভার ব্রিজ, নতুন এস্কেলেটর, প্রতিটি প্ল্যাটফর্মে নতুন লিফট,সঞ্চালন এলাকায় নতুন আলো, প্ল্যাটফর্ম এবং ফুট ওভার ব্রিজ, উচ্চ মানের আধুনিক চিহ্নের ব্যবহার, প্ল্যাটফর্ম এবং ওয়েটিং হল গুলিতে আরও ভালো মানের বসার ব্যবস্থা, প্রতিটি প্ল্যাটফর্মে আধুনিক ট্রেন ইনফরমেশন সিস্টেম, কোচ গাইডেন্স সিস্টেম চালু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *