August 2, 2025

ড্রোণের মাধ্যমে এবার পুলিশি নজরদারি!!

 ড্রোণের মাধ্যমে এবার পুলিশি নজরদারি!!

রাজ্যের উত্তর জেলা পুলিশের কর্মপদ্ধতিতে এবার যুক্ত হলো আধুনিক প্রযুক্তি। এখন থেকে অপরাধ দমনে উড়ন্ত ড্রোন ক্যামেরার সাহায্য নেবে পুলিশ। বিশেষ করে জেলার বিভিন্ন এলাকায় নজরদারি রাখার ক্ষেত্রে এখন থেকে আকাশ পথে পাহারা দেবে আধুনিক প্রযুক্তির এই উড়ন্ত ড্রোন। মঙ্গলবার বেলা বারোটা নাগাদ উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর উপস্থিতিতে ধর্মনগর বিবিআই মাঠে ড্রোনের মহড়া অনুষ্ঠিত হয়। সঙ্গে ছিলেন ধর্মনগর থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ মমতাজ হাসিনা সহ ড্রোন পরিচালনায় জেলা পুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা। মাঠ থেকেই প্রায় এক ঘণ্টা ধর্মনগর শহরের বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হয়। ড্রোনের রিমোট হাতে নিয়ে পুলিশ সুপার নিজে এর নজরদারি করেন। জানা গেছে, এখন থেকে উত্তর জেলার যেকোনো জায়গায় গোপনে নজরদারি চালাবে পুলিশের আধুনিক প্রযুক্তির আকাশ পাখী। এদিন পুলিশের ড্রোন মহড়া দেখতে মাঠে কৌতূহলী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *