August 5, 2025

কাজলতির হ্যাটট্রিক, বড় জয় পেলো কিল্লা মর্নিং।

 কাজলতির হ্যাটট্রিক, বড় জয় পেলো কিল্লা মর্নিং।

অনলাইন প্রতিনিধি :- কাজলতি রিয়াংয়ের হ্যাটট্রিকে মহিলা লীগ ফুটবলে চলমান সংঘের বিরুদ্ধে বড় জয় পেলো কিল্লা মর্নিং ক্লাব। শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে টিএফএর মহিলা লীগ ফুটবলে কিল্লা মর্নিং ক্লাব ৫-০ গোলে চলমান সংঘকে হারায়। আসরে এ নিয়ে টানা দুই ম্যাচ জিতলো কিল্লা মর্নিং ক্লাব। এছাড়া একটি ম্যাচে ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে ওয়াক ওভার নিয়ে তিন পয়েন্ট ও ২ গোল পেয়েছিল তারা। তিন ম্যাচ্-শেষে কিল্লা মর্নিং ক্লাবের প্রয়েন্ট এখন নয়। অন্যদিকে আসরে পর পর তিন ম্যাচ হারলো চলমান সংঘ। ত্রিপুরা স্পোর্টস স্কুল ও ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাবের পর আজ কিল্লা মর্নিং ক্লাবের কাছে হারতে হলো তাদের। মূলত ফুটবলারদের মধ্য অভিজ্ঞতার অভাবের কারণে একের পর এক ম্যাচে হারতে হচ্ছে চলমান সংঘকে।এর মধ্যে নেই টিমে জেনুইন স্ট্রাইকার। একই কারণে আজ কিল্লা মর্নিং ক্লাবের কাছেও হারতে হলো তাদের। বিনা প্রতিরোধ ও লড়াইয়ে একের পর এক পাঁচটি গোল হজম করতে হয়েছে। যেখানে বিপক্ষ টিম কিল্লা মর্নিং ক্লাবের মেয়েরা অনেকটাই ভালো খেলেছে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে গেছে তাদের ফুটবালররা। তাছাড়া বিপক্ষ টিম তেমন কোন প্রতিরোধ গড়ে তুলতে না পারায় ম্যাচটি সহজেই জিতে নেয় কিল্লা মর্নিং ক্লাব টিম। ম্যাচ শুরুর ১৯ মিনিটে প্রিয়া জমাতিয়ার গোল করে নেয় কিল্লা মর্নিং ক্লাবের হয়ে। ৩৫ মিনিটে গোল করে টিমকে ২-০ গোলে এগিয়ে দেয় কাজলতি রিয়াং। এর ৫ মিনিটের ব্যবধানে অর্থাৎ ৪০ মিনিটে ফের গোল করে কাজলতি। সেই সাথে প্রথমার্ধে ম্যাচে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কিল্লা মর্নিং ক্লাব টিম। বিরতির পর মাঠে নেমে অবশ্য চলমান সংঘের মেয়েরা কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। এতে কিল্লা মর্নিং ক্লাবকে কিছুটা চাপ নিয়ে খেলতে হয় দ্বিতীয়ার্ধে। ৫ মিনিটে গোল করে কিল্লা মর্নিং ক্লাবের সুমিতা জমাতিয়া।৪০মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক করে নেয় কাজলতি রিয়াং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *