August 4, 2025

এখন থেকে রাজনৈতিক দলগুলির আর্থিক হিসাব অনলাইনে।

 এখন থেকে রাজনৈতিক দলগুলির আর্থিক হিসাব অনলাইনে।

অনলাইন প্রতিনিধি || রাজনৈতিক দলগুলি এখন থেকে নির্বাচন কমিশনে তাদের আর্থিক হিসাব অনলাইনে জমা দিতে পারবে। নির্বাচন কমিশন / মুখ্য নির্বাচন আধিকারিকদের কাছে রাজনৈতিক দলগুলির আর্থিক হিসাবপত্র ও রিপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়াটির সরলীকরণ ও স্বচ্ছতা বাড়ানোর উদ্দেশ্যে ভারতের নির্বাচন কমিশন একটি ওয়েব পোর্টাল খুলেছে।ওয়েব পোর্টালটি হলো http://lems.eci.gov.in/। এই ওয়েব পোর্টালে কন্ট্রিবিউশন রিপোর্ট, অডিট করা বার্ষিক অ্যাকাউন্টের হিসাব এবং নির্বাচনে ব্যয় সংক্রান্ত হিসাব জমা দেওয়া যাবে।এই পোর্টালের মাধ্যমে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নথিভুক্ত মোবাইল নম্বরে মেসেজ ও ই-মেইলের মাধ্যমে রিপোর্ট জমা দেওয়ার জন্য স্মরণ করিয়ে দেওয়ার বার্তাও পাঠানো হবে। কীভাবে এ সব রিপোর্ট জমা দিতে হবে সে সম্পর্কে কমিশন থেকে বিভিন্ন রাজনৈতিক দলকে নির্দেশনামূলক ম্যানুয়েল পাঠানো হয়েছে এবং হাতে কলমে প্রশিক্ষণও দেওয়া হবে।যেসব রাজনৈতিক দল অনলাইনে রিপোর্ট জমা দেবে না তাদের কমিশনের কাছে লিখিতভাবে তার কারণ জানাতে হবে।এই পরিপ্রেক্ষিতে কমিশন পোর্টালে এসব রিপোর্ট এবং রাজনৈতিক দলগুলির পাঠানো চিঠিও প্রকাশ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *