August 2, 2025

চন্দ্রযান-৩, ১৩ জুলাই।

 চন্দ্রযান-৩, ১৩ জুলাই।

অনলাইন প্রতিনিধি || চন্দ্রযান-৩ মিশনের দিন ঘোষণা করল ইসরো। আগামী ১৩ জুলাই স্থানীয় সময় দুপুর আড়াইটা নাগাদ চাঁদের উদ্দেশে পাড়ি জমাবে চন্দ্রযান-৩। চন্দ্রযান – ২ মিশনের একটি ফলো অন মিশন হতে চলেছে চন্দ্রযান-৩ মিশনটি। চাঁদের ভূপৃষ্ঠে অবতরণ এবং রোভারের সাহায্যে তথ্য সংগ্রহের সক্ষমতা প্রদর্শন করা হবে এই অভিযানে। এই মিশনটির জন্য খরচ হচ্ছে মোট ৬১৫ কোটি টাকা। এর উপর নজর রয়েছে গোটা বিশ্বের।কারণ আগের অভিযানগুলো থেকে পাওয়া তথ্য এবং এই অভিযানের তথ্য পরবর্তী গবেষণায় সহায়তা করবে। শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহকাশ কেন্দ্র থেকে সবচেয়ে ভারী লঞ্চ ভেহিক্যাল মার্ক-৩-এর সাহায্যে উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান-৩কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *