August 3, 2025

পোষ্য কুকুরদের জন্য পুণেতে তৈরি হচ্ছে বিশেষ উদ্যান।

 পোষ্য কুকুরদের জন্য পুণেতে তৈরি হচ্ছে বিশেষ উদ্যান।

কাতরাজের রাজীবগান্ধী প্রাণীবিদ্যা উদ্যান এলাকায় এবার পোষ্য কুকুরদের জন্য একটি আলাদা উদ্যান তৈরির সিদ্ধান্ত নিল পুণে পুর নিগম, এই প্রথম শহরে এমন একটি উদ্যান তৈরি হতে চলেছে। পুর নিগমের এক আধিকারিক জানিয়েছেন,কাতরাজ-কোন্দওয়া রোডের কাছে ৩.৫ একর জমিতে এই উদ্যানটি তৈরির জন্য নিগমের তরফে দরপত্র আহ্বান করা হবে ঠিক হয়েছে। নিগমের অতিরিক্ত কমিশনার রবীন্দ্র বীণাওয়াড়ে জানিয়েছেন, এই প্রকল্পের জন্য পুর নিগমের বাজেটে এক কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন পুর কমিশনার। তিনি বলেন,’এই বছরের শেষেই এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে এই প্রকল্পটি পরিচালিত হবে। এই উদ্যানের জন্য আলাদা করে জমি বাছাই করা হবে। নির্ধারিত করা জমিতেই উদ্যানটি তৈরি করা হবে বলে ঠিক হয়েছে।’ রাজীব গান্ধী প্রাণীবিদ্যা উদ্যান (আরজিজেডপি) এলাকার যে জমি নেওয়া হচ্ছে সেখানে আগে কাতরাজ চিড়িয়াখানাটি বাড়ানোর বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু এই জমি লাগোয়া রাস্তা দিয়ে যেহেতু অনেক গাড়ি যাতায়াত করে সেজন্য এখানে এই চিড়িয়াখানা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি।ভাবে রাস্তার ধারে চিড়িয়াখানা থাকলে গাড়ির আওয়াজে পশুদের অসুবিধা হবে। সেই কারণেই এখানে চিড়িয়াখানা বাড়ানোর প্রকল্পটির বাস্তবায়ন করা যাবে না। এরপরেই এখানে এই পোষ্য কুকুরদের উদ্যানের জন্য জমিটি ব্যবহারের অনুমতি চাওয়া হলে আরজিজেডপি-র তরফে আর কোনও আপত্তি করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *