August 3, 2025

রাজধানীতে যান চলাচল মসৃণ করতে উদ্যোগ ট্রাফিকের।

 রাজধানীতে যান চলাচল মসৃণ করতে উদ্যোগ ট্রাফিকের।

অনলাইন প্রতিনিধি || রাজধানীর ট্রাফিক ব্যবস্থা সুগম করতে জনসচেতনতামূলক প্রচারের সময়সূচি জারি করল রাজধানীর ট্রাফিক ইউনিট। জানা গেছে, ব্যাপারটি নিয়ে জনসচেতনতামূলক কর্ম সূচির অঙ্গ হিসেবে আগামী পঁচিশ জুন জিবি মার্কেট, ঊনত্রিশ জুন রাধানগর মোটর স্ট্যান্ড, দুই জুলাই দুর্গা চৌমুহনী, রামনগর এলাকায়, নয় জুলাই রাজধানীর মঠ চৌমুহনী মার্কেট এবং এগারো জুলাই পোস্ট অফিস থেকে কামান চৌমুহনী, ষোল জুলাই রাজধানীর ফায়ার সার্ভিস চৌমুহনী থেকে আইপিসি, তেইশ জুলাই আশ্রম চৌমুহনী থেকে চন্দ্রপুর আইএসবিটি, ত্রিশ জুলাই স্থানীয় প্যারাডাইস চৌমুহনী (সিটি সেন্টার এবং গান্ধীঘাট এলাকা) এবং ছয় এবং বারো আগষ্ট যথাক্রমে লেক চৌমুহনী এবং বটতলা নাগেরজলা এলাকায় সকাল এগারোটা থেকে চালানো হবে ট্রাফিক বিধি সম্পর্কিত সচেতনতা প্রচার অভিযান। থাকবে প্রশাসনের নজরদারিতে পার্কিং শৃঙ্খলা, রাস্তায় দীর্ঘ সময় গাড়ির পার্কিং সহ ট্রাফিক সিগন্যাল / নিয়ম ইত্যাদির উলঙ্ঘনের উপর নজর। এছাড়াও করা হবে পার্কিং এবং নো পার্কিংয়ের সীমানা প্রদর্শন সহ ট্রাফিক পুলিশকে সহায়তা করতে কমিটি গঠন এবং স্বেচ্ছাসেবকদের নিযুক্ত করা। যানবাহনের প্রকার অনুসারে পার্কিংয়ের জায়গা নির্ধারণ এবং ফুট পাথ/ স্পেস পরিষ্কার করার অভিযানও। জানা গেছে, অন্যান্য আনুষঙ্গিক স্থানীয় সমস্যার উপর ভিত্তি করে প্রশাসন তরফে গ্রহণ করা হবে বিভিন্ন পদক্ষেপ। জেলা স্তরের আরক্ষা আধিকারিক, কর্মী সহ অভিযানে অংশগ্রহণ করবেন স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান, ক্লাব সহ সরকারী দপ্তর এবং হাসপাতালের সুরক্ষায় নিয়োজিত সিকিউরিটি গার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *