August 2, 2025

যোগাকে জীবনের অঙ্গ করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী!!

 যোগাকে জীবনের অঙ্গ করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি || ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার রাজ্যব্যাপী পালিত হল আন্তর্জাতিক যোগা দিবস। সরকারি স্তরে মূল অনুষ্ঠানটি হয় হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইনডোর হলে। অনুষ্ঠান উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন, ক্রীড়া ও যুব কল্যাণ বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, এলাকার বিধায়িকা মীনা রানী সরকার, যুব কল্যাণ ও শিক্ষা দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরের আমলারা এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। উদ্বোধনের পর উপস্থিত অতিথিরা বিভিন্ন যোগা প্রদর্শন করেন। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে অনুসরণ করে প্রত্যেক দিন যোগাকে জীবনের কর্মসূচিতে রাখার আহ্বান জানান। শুধু সরকারি স্তরেই নয়, বুধবার প্রদেশ বিজেপির উদ্যোগেও আন্তর্জাতিক যোগা দিবস বিশেষ গুরুত্ব সহকারে পালন করা হয় এন এস আর সি সি হলে। সেখানেও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিভিন্ন কর্মকর্তা এবং ছাত্র ছাত্রীরা। উপস্থিত সকলে ই যোগা দিবসকে মর্যাদা দিয়ে বিভিন্ন ধরনের যোগা প্রদর্শন করে। এদিন, বিজেপি ৯নং বনমালীপুর মন্ডলের পক্ষ থেকেও রাজধানীর গান্ধী স্কুলে আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করা হয়। সেখানে দলীয় কার্যকর্তা এবং স্হানীয় জনগন যোগায় অংশ নিয়েছে। শুধু আগরতলাতেই নয়, রাজ্যের সব মহকুমাতেও সরকারি ও বেসরকারি স্তরে দিনটি উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *