August 2, 2025

ইউক্রেনের বিমানবাহিনীর জন্য যুদ্ধ বিমান কিনতে সহায়তা পাক ব্যবসায়ীর

 ইউক্রেনের বিমানবাহিনীর জন্য যুদ্ধ বিমান কিনতে সহায়তা পাক ব্যবসায়ীর

পাকিস্তানি ধনকুবের মোহাম্মদ জহুর ইউক্রেনের বিমানবাহিনীর জন্য দুটি যুদ্ধ বিমান কিনতে সাহায্য করেছেন বলে জানা গেছে। জহুর ইউক্রেনের সংবাদপত্র কিয়েভ পোষ্টের প্রাক্তন প্রকাশক। মোহাম্মদ জহুর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করার জন্য ইউক্রেনকে যুদ্ধবিমান দিয়েছেন বলে দাবি করেছেন তার ইউক্রেনীয় স্ত্রী সঙ্গীতশিল্পী কামলিয়া জহুর। ইউক্রেনের মিডিয়া টিসি এনের উদ্ধৃতি দিয়ে নিউজ উইক এক প্রতিবেদনে জানিয়েছে জহুরের স্ত্রী কামালিয়া বলেছেন তার স্বামী ও তার ধনী বন্ধুরা যুদ্ধে ইউক্রেনকে নিরবে সাহায্য করেছেন। এখন অবশ্য এটি বলার জন্য তাঁকে সবুজ সংকেত দিয়েছেন তার স্বামী। তারা এতদিন বিষয়টি গোপনে রেখেছিলেন। এক সময় ইউক্রেনে থাকতেন মোহাম্মদ জহুর। সে দেশের পত্রিকা কিয়েভ পোষ্টের প্রাক্তন এই মানিক এই যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনের নাগরিকদের বিভিন্নভাবে সাহায্য করতে সবসময়ই সচেষ্ট ছিলেন তিনি।
পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্রিটিশ ব্যবসায়ী এই উদ্দেশ্যে অর্থ সংগ্রহের কাজও করেছেন। তিনি ইউক্রেনীয় শরণার্থীদের ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন জায়গায় সরিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রথম থেকেই সক্রিয় ভূমিকা পালন করেছেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাষ্ট্রের প্রধান ও প্রভাবশালী ব্যাক্তিদের সঙ্গে যোগাযোগ করে ইউক্রেনের জন্য বিভিন্ন ধরনের সাহায্য কিংবা সহায়তা যোগাড়ের চেষ্টা করেছেন এই ধনকুবের। তাছাড়া ইউক্রেনের জন্য অস্ত্রশস্ত্রের ব্যবস্থা করার ক্ষেত্রেও সক্রিয় ছিলেন মোহাম্মদ জহুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *