August 4, 2025

হকার্স কর্নার মার্কেট উন্নয়নে ১ কোটি ৩ লাখ দিলেন বিপ্লব।

 হকার্স কর্নার মার্কেট উন্নয়নে ১ কোটি ৩ লাখ দিলেন বিপ্লব।

অনলাইন প্রতিনিধি :-প্রতিশ্রুতি মোতাবেক আগরতলার ঐতিহ্যবাহী ব্যবসায়িক কেন্দ্র হকার্স কর্নার মার্কেটের আধুনিকীকরণ এবং শীতাতপ নিয়ন্ত্রিত করার জন্য এক কোটি তিন লক্ষ টাকা প্রদান করলেন রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। সাংসদ তহবিল থেকেই এই অর্থ প্রদান করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীদেব। উল্লেখ্য,গত মাসখানেক আগে হকার্স কর্নারের ব্যবসায়ীরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে হকার্স কর্নার মার্কেটের আধুনিকীকরণ এবং শীতাতপ নিয়ন্ত্রণের জন্য উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। ব্যবসায়ীদের তখনই প্রতিশ্রুতি দিয়েছিলেন, সাংসদ তহবিলের অর্থে তা করে দেবেন।সম্প্রতি পশ্চিম জেলাশাসককে চিঠি দিয়ে অর্থ প্রদানের সম্মতি ও অনুমোদন দিয়েছেন শ্রীদেব। সাংসদ শ্রী দেবের এই উদ্যোগে ব্যবসায়ীরা খুশি ব্যক্ত করেছে। শুধু শীতাতপ নিয়ন্ত্রণই নয়,করা হবে বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকীকরণ।বসানো হবে সিসি ক্যামেরা সহ বেশ কিছু সংস্কার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *