August 2, 2025

ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদের উদ্যোগে “সপ্তকবি স্মরণাঞ্জলী উৎসব!”

 ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদের উদ্যোগে “সপ্তকবি স্মরণাঞ্জলী উৎসব!”

দৈনিক সংবাদ প্রতিনিধি: ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় থেকে ভারত-বাংলাদেশের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বজায় রাখতে বিভিন্ন সময় ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
ভারত-বাংলাদেশের এই সম্পর্ককে আরও সুদৃঢ় করে তুলতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদ।
ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদের উদ্যোগে রাজ্যে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে তিনদিন ব্যাপী ‘সপ্তকবি স্মরণাঞ্জলী উৎসব’। আগামী ৩ জুন থেকে ৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানটি। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্র লাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন, কাজী নজরুল ইসলাম, পল্লিকবি জসিম উদ্দীন এবং কবি সুকান্ত ভট্টাচার্য – এই সাতজন কবিকে স্মরণ করা হবে কবিতায় ও গানের মধ্য দিয়ে। বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কথাগুলো জানান ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদের কর্মকর্তারা।
তাঁরা আরও জানান, আগামী তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লী, কলকাতা, শান্তিনিকেতন, কবিতীর্থ, চুরুলিয়া, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট থেকে মোট পয়ত্রিশজন লেখক-কবি-শিল্পী আগরতলায় আসছেন।
আগামী ৩রা জুন বিকেল ৩ টায় শহীদ ভগৎ সিং যুব আবাসে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্য সরকারের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী।
পাশাপাশি এদিনের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলার আহবান জানানো হয় রাজ্যবাসীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *