August 2, 2025

রাজ্যে নিয়োগে পিআরটিসি এবং বাংলা অথবা ককবরক বাধ্যতামূলক করার দাবি!!

 রাজ্যে নিয়োগে পিআরটিসি এবং বাংলা অথবা ককবরক বাধ্যতামূলক করার দাবি!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || ত্রিপুরায় সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে রাজ্যের বেকারদের স্বার্থ সুরক্ষিত রাখতে পিআরটিসি এবং বাংলা অথবা ককবরক ভাষা বাধ্যতামূলক করার দাবি নিয়ে সরব হলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। সোমবার এই বিষয়ে তিনি প্রাক্তন বিধায়ক আশিষ কুমার সাহা কে সাথে নিয়ে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন প্রদান করেন। তিনি জানান, সম্প্রতি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন একটি বিজ্ঞাপন মূলে এগ্রিকালচার অফিসার টিএএফএস গ্রেট ১ গ্রুপ বি গেজেটেড পদে সাতটি শুন্যপদ পূরণের বিজ্ঞাপন জারি করে। সেখানে পিআরটিসি এবং ককবরক ও বাংলা ভাষা জানা বাধ্যতামূলক করা হয়নি। যার কারণে বহিঃ রাজ্যের বেকাররা এই শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করেছে। অপরদিকে একই বেতন ক্রমে ভেটেরারি অফিসার গ্রুপ ডি গেজেটেড পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেয় টিপিএসসি। সেই বিজ্ঞাপনে পি আর টি সি এবং বাংলা ও ককবরক ভাষা বাধ্যডামূলক বলা হয়। ফলে সেখানে বহিঃরাজ্যের কর্ম প্রার্থীটা আবেদনের সুযোগ পায়নি। প্রশ্ন হচ্ছে, দুটি সম বেতনক্রমের চাকরিতে কর্ম প্রার্থীদের আবেদনে বৈষম্য কেন? অবিলম্বে এগ্রিকালচার অফিসার পদের ইন্টারভিউ প্রক্রিয়া বাতিল করে, পুনরায় বিজ্ঞাপন দেওয়ার আবেদনের পাশাপাশি প্রতিটি চাকরিতেই পিআরটিসি এবং বাংলা ও ককবরক ভাষা জানা আবশ্যিক করার দাবি জানান সুদীপ বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *