August 2, 2025

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ মাসের গর্ভবতী বধূর মর্মান্তিক মৃত্যু!!

 বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ মাসের গর্ভবতী বধূর মর্মান্তিক মৃত্যু!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। বক্সনগর পুটিয়া ৪ নম্বর ওয়ার্ডের তরুণী গৃহবধূ জোৎস্না আক্তার (২৩) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রান হারান। ঘটনা বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ। পুটিয়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হারুন মিয়ার পুএবধূ জোৎস্না স্নান করে ভেজা কাপড় নিয়ে উঠুনে আসার পর আচমকা বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে আসেন। ঘটনা দেখে তাঁকে বাঁচাত তাঁর শ্বশুর ছুটে যান। তিনিও বিদ্যুৎস্পষ্ট হয়ে অল্পেতে প্রাণে রক্ষা পান। বর্তমানে তিনিও হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিবেশি সাগর মিয়া নামে এক যুবকও চেষ্টা করেন জোৎস্না আক্তারকে বাঁচানোর জন্য। কিন্তু সেও বিদ্যুৎস্পৃষ্ট হন। মাত্র ১১ মাস আগে জোৎস্না আক্তারের বিয়ে হয়েছিল। বর্তমানে তিনি ৫ মাসের গর্ভবতী। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *