August 3, 2025

বিমানবন্দরে স্বর্ণের বিস্কুট সহ ধৃত ১

 বিমানবন্দরে স্বর্ণের বিস্কুট সহ ধৃত ১

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || আগরতলার এমবিবি বিমানবন্দরে মহম্মদ টুটোল নামে এক বিমানযাত্রীর কাছ থেকে চারটি স্বর্ণের বিস্কুট উদ্ধার করা হয়েছে।সেই সঙ্গে সেই বিমানযাত্রীর বিমানযাত্রা বাতিল করে স্বর্ণের বিস্কুট সহ বিমানযাত্রীকে কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়।শনিবার দুপুরের এয়ার ইণ্ডিয়ার এআই-৭৪৪ বিমানে কলকাতায় যাচ্ছিল মহম্মদ টুটোল।সিকিউরিটি জোনে সিআইএসএফ শরীর তল্লাশির সময় লুকিয়ে রাখা গুহ্যদ্বার স্বর্ণের বিস্কুটের হদিশ পান। উদ্ধার করা চারটি স্বর্ণের বিস্কুটের ওজন ৪৯০ গ্রাম। বাজার মূল্য ৩০ লক্ষ টাকার মতো।ধৃত বিমান যাত্রী মহম্মদ টুটোলের বাড়ি বাংলাদেশের মীরপুরে।আজ বাংলাদেশ থেকে এই স্বর্ণের বিস্কুট নিয়ে পাসপোর্ট সহকারে আখাউড়া চেকপোস্ট দিয়ে আগরতলায় আসে বলে ধৃত মহম্মদ টুটোল সিআইএসএফকে জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *