August 2, 2025

কলকাতার দলে চোটের ধাক্কা, নেই রাহানে

 কলকাতার দলে চোটের ধাক্কা, নেই রাহানে

কলকাতা এইবারের আইপিলের প্লে অফে ঢোকার জন্য জোর লড়াই করছে । আর কিছুদিন আগেই কলকাতা দলের অজি পেশার প্যাট কামিন্সের চোট দলে বড় ধাক্কা হয়ে দেখা দিয়েছিল । আর তারপর লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে এইবারের আইপিএলের শেষ ম্যাচে নামার আগে ফের দলে আরও একটি বড় চোটের ধাক্কা । আইপিএলের বাকি ম্যাচগুলি থেকে ছিটকে গেলেন কলকাতা নাইট রাইডার্স দলের ওপেনার অজিঙ্কা রাহানে । কলকাতা দলের পক্ষ থেকে জানা গিয়েছে , হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আইপিএলের বাকি ম্যাচগুলি থেকে ছিটকে গিয়েছেন রাহানে । শুধু এখানেই শেষ নয় , তার চোট এতটাই গুরুতর যে ধারণা করা হচ্ছে , আইপিএলের শেষে ভারতীয় দলের আগামী ইংল্যান্ড সফরেও তাকে দলে দেখতে পাওয়া যাবে কিনা সেই নিয়ে একটা সন্দেহ রয়েছে । আইপিএলের লিগ পর্বে । কলকাতার এখনও একটি ম্যাচ বাকি রয়েছে । সেখানে লোকেশ রাহুলদের বিরুদ্ধে কলকাতাকে বড় ব্যবধানে জয় তুলে নিতে হবে প্লে অফে জায়গা করে নেওয়ার জন্য । কিন্তু সেখানে রাহানের চোট দলের জন্য যে একটা বড় ক্ষতি হতে চলেছে সেটা আর আলাদা করে বলে দিতে হয় না ।

কলকাতার দলে চোটের ধাক্কা, নেই রাহানে

কলকাতা এইবারের আইপিএলে লখনউকে হারিয়ে ও রানরেটের বিচারে প্লে অফে যেতে পারলেও সেখানে কোনও নাইট ব্যাটসম্যানকে রাহানের জায়গাতে ব্যাটিং করতে পাঠাবে সেই চলছে নিয়ে এখন থেকেই জোর জল্পানা চলছে।কলকাতার হয়ে গত ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে খেলার সময়েই চোট পেয়েছিলেন রাহানে । সেই কারণে এখন মুম্বইয়ে কলকাতা নাইট রাইডার্সের শিবির থেকে বেরিয়ে এসে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চোট সারানোর জন্য রিহ্যাবে ঢুকবেন । সেখানেই চোট সারানোর জন্য তার চিকিৎসা চলবে । এখনও পর্যন্ত প্রাথমিক চিকিৎসাপর্বের পর জানা গিয়েছে , রাহানের সম্পূর্ণ সুস্থ হতে চার সপ্তাহেরও বেশি সময় লাগবে । তাই আগামী জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নিশ্চিত নন তিনি । গত দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের জার্সিতে শেষবারের মতো সুযোগ পেয়েছিলেন রাহানে । কিন্তু সেখানে ব্যাট হাতে তিনি সফল পারেননি । সেই কারণে এইবারের আইপিএলের পাখির চোখ করেছিলেন রাহানে । এইবারের মরশুমে কলকাতা দলের হয়ে এখনও পর্যন্ত সাতটি ম্যাচে খেলতে নেমেছেন জিকৎস । সেখানে তার মোট রান ১৩৩। স্ট্রাইক রেট ১০৩.৯০। কলকাতার হয়ে তিনি ব্যাট হাতে সর্বোচ্চ ৪৪ রান করেছিলেন । ধারণা করা হচ্ছে , কলকাতার ম্যানেজমেন্ট রিংকু সিং বা নীতিশ রানাকে ওপেন করতে নামানো হতে পারে । এখনও পর্যন্ত আইপিএলে নাইট ব্রিগেড ১৩ টি ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচে জয় তুলে নিয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে । কলকাতার নেট রানরেট এখন +০.১৬০ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *