August 2, 2025

কপাট খুলল কেদারনাথ মন্দিরের

 কপাট খুলল কেদারনাথ মন্দিরের

প্রবল তুষারপাতের মধ্যেই ‘কপাট খুলল কেদারনাথের। ডোলিতে চড়ে গত সোমবারই কেদারনাথ পৌঁছে গিয়েছেন মন্দিরে। ৩৫ কুইন্টাল ফুল দিয়ে মন্দির সাজানো হয়েছে। প্রথম দিনই পুণ্যার্থীর সংখ্যা প্রায় ৮ হাজার।
শনিবারই চারধাম যাত্রার জন্য পুণ্যার্থীদের প্রথম দলটি হরিদ্বার থেকে রওনা দিয়েছিল। তবে বাদ সাধছে আবহাওয়া।আগামী ৭ দিন প্রবল তুষারপাতের সতর্কতা জারি করেছে উত্তরাখণ্ড প্রশাসন।ফলে কেদারনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন আপাতত বন্ধ।
প্রসঙ্গত, টানা তুষারপাতের জেরে মঙ্গলবার থেকেই কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হল। দুর্ঘটনা এড়াতেই এই পদক্ষেপ জানিয়ে গারওয়ালের প্রশাসনিক আধিকারিক নরেন্দ্র সিংহ কাবিরিয়াল জানিয়েছেন, ঋষিকেশ এবং হরিদ্বারের খারাপ আবহাওয়া এবং অতিরিক্ত তুষারপাতের জেরেই ৩০ এপ্রিল পর্যন্ত কেদারনাথ যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে।পুণ্যার্থীদের স্বার্থ বিবেচনা করেই আগামী দিনে আবহাওয়ার অবস্থা দেখে এব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত করা হবে। তবে কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন আপাতত বন্ধ হলেও বাকি তিনধাম অর্থাৎ গঙ্গোত্রী, যমুনোত্রী এবং বদ্রীনাথের রেজিস্ট্রেশন
যাত্রা চলছে।চারধাম যাত্রার শুরুতেই ঘটল বিপত্তি। যাত্রাপথে দুই পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে খবর। ৬২ বছর বয়সী গুজরাতের বাসিন্দা কনক সিংহ এবং ৪৯ বছর বয়সী মধ্য প্রদেশের দীনেশ পাতিদার যমুনোত্রীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। দু’জনই হৃদরোগে আক্রান্ত হন বলে খবর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দু’জনেরই মৃত্যু হয়। গত বছর চারধাম যাত্রায় মোট ৩০০ জনের মৃত্যু হয়েছিল।অধিকাংশই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ফলে এ বছর শুরু থেকেই পুণ্যার্থীদের হেলথ চেক আপ নিয়ে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেছিল প্রশাসন। ৫৫ ঊর্ধ্ব প্রত্যেক যাত্রীর মেডিক্যাল হিস্ট্রি দেখাতে বলা হয়েছে এই স্ক্রিনিং টেস্টে।
কারও উচ্চ রক্তচাপ, সুগারের সমস্যা রয়েছে কি না, তা আগে থেকেই জানাতে হবে। চারধাম যাত্রাপথে মোট ৫০টি এমন স্ক্রিনিং পয়েন্ট তৈরি করা হয়েছে। যদিও কোনও মেডিক্যাল সমস্যা ধরা পড়লেও পুণ্যার্থীদের চারধাম যাত্রায় আটকানো হচ্ছে না স্বাস্থ্য আধিকারিকরা জানাচ্ছেন, হৃদযন্ত্রজনিত সমস্যা থাকলে সেই সমস্ত যাত্রীদের যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। যদিও সতর্কবার্তা সত্ত্বেও অধিকাংশ পুণ্যার্থীই তা মানছেন না। সকলেরই বক্তব্য, জীবনের ঝুঁকি নিয়েই তারা ভগবানের শরণে এসেছেন। এতদূর এসে কেউই থামতে চাইছেন না। অন্যদিকে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি জানিয়েছেন, ‘রাজ্য প্রশাসনের তরফে সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে চারধাম যাত্রা। দর্শনার্থীরা সব ধরনের সুবিধা পাবেন।’ ১২ লক্ষের উপর ব্যক্তি এই যাত্রার জন্য নাম নথিভুক্তি করিয়েছেন।মঙ্গলবার ঠিক সকাল ৬টা ২০ মিনিটে শুভ মুহূর্তে খোলা হল কেদারনাথ মন্দিরের দরজা। চারদিক থেকে তখন ভেসে আসছে ‘হর হর মহাদেব’। প্রথম পুজো নরেন্দ্র মোদির নামে দেওয়া হয়েছে বলে উত্তরাখন্ড প্রশাসন সূত্রে জানানো হয়েছে। আগামী ৮ মে খুলবে বদ্রীনাথের দরজা। কেদারনাথ মন্দিরের ‘কপাট’ খোলার সময় সেখানে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামী ও তার স্ত্রী গীতা ধামী। মুখ্যমন্ত্রীও সস্ত্রীক মন্দিরে পুজো দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *