August 3, 2025

আইপিএফটি বিধায়ক মন্ত্রী শুক্লাচরণ কি বিজেপিতে???

 আইপিএফটি বিধায়ক মন্ত্রী শুক্লাচরণ কি বিজেপিতে???

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || শাসকদল বিজেপির জোট শরীক আইপিএফটি দলের একমাত্র বিধায়ক ও মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কি অবশেষে বি জে পি দলে সামিল হলেন? এই প্রশ্ন এখন বড় হয়ে উঠেছে। কেননা, আইপিএফটি বিধায়ক ও মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াকে এখন বিজেপি দলের নানা সাংগঠনিক বৈঠক ও কর্মসূচিতে সরাসরি অংশ নিতে দেখা যাচ্ছে। শনিবারও রবীন্দ্রভবনে আয়োজিত বিজেপির বুথ স্বশক্তিকরণ শীর্ষক সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন আইপিএফটি বিধায়ক মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। যদিও জোলাইবাড়ি কেন্দ্র থেকে তিনি বিজেপির ভোটেই জয়ী হয়প প্রথমবার বিধায়ক হয়েছেন। সেই সাথে জোট রাজনীতির বাধ্যবাধকতায় তিনি মন্ত্রীও হয়ে যান। এখন তাঁকে দেখা যাচ্ছে বিজেপির নানা সাংগঠনিক কর্মসূচিতে।স্বাভাবিক ভাবেই জনমনে প্রশ্ন, তিনি কি তাহলে পদ্ম শিবিরে সামিল হলেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *