বাংলাদেশি পোশাকসহ ৭ পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল ভারত !!
নদীতে ফুল ভাসাতে গিয়ে তলিয়ে গেল বালক!!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || বৃহস্পতিবার সকালে জনজাতিদের ঐতিহ্যবাহী উৎসব ফুল বীজু উদযাপন কে কেন্দ্র করে, গোমতী নদীতে ফুল ভাসাতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল এক বালক! বালকের নাম বিহান চাকমা (৯) পিতা নয়ন মনি চাকমা। ঘটনা বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ নতুন বাজার থানাধীন নিজ চন্দ্র পাড়া এলাকায়। খবর পেয়ে যতন বাড়ি দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গোমতী নদীতে তল্লাশি অভিযান চালায়। এলাকাবাসী ও দমকল বাহিনীর টানা সাত ঘন্টার প্রচেষ্টায় গোমতী নদী থেকে বিহান চাকমার মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন করবুক মহকুমা শাসক পার্থ দাস। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।