August 2, 2025

নুডলস দিয়ে রাস্তার গর্ত মেরামতি ‘প্রতিবাদীর’

 নুডলস দিয়ে রাস্তার গর্ত মেরামতি ‘প্রতিবাদীর’

একেই বুঝি বলে ব্রিটিশ মানসিকতা! এক আজব প্রতিবাদ। রাস্তায় খানাখন্দ দেখলে আমাদের কিছুই মনে হয় না।কারণ আমাদের গা-সওয়া হয়ে গেছে। কিন্তু ব্রিটেনের নাগরিক তা বরদাস্ত করবেন কেন! অনেক দিন ধরেই যখন দেখলেন স্থানীয় পৌর কর্তৃপক্ষ রাস্তা সারাই করছে না, শেষ পর্যন্ত প্রতিবাদে নুডলস দিয়ে রাস্তার গর্ত বোজালেন মার্ক মোরেল নামে এক প্রৌঢ়।তিনি আবার পেশায় সাইক্লিস্ট।মার্ক বলেছেন, ব্রিটেনে রাস্তায় খানাখন্দ দশ বছর আগেও কল্পনা করা যেত, না, কিন্তু ইদানীং রাস্তায় গর্তের সংখ্যা বেড়েই চলেছে। যার ফলে পথচারীদের পাশাপাশি তার মতো সাইকেল আরোহীরা বেশি বিপদে পড়ছেন।প্রতিবাদ হিসাবেই নুডলস দিয়ে গর্ত বুজিয়েছেন তিনি।ঘটনা হল, দূষণ কমাতে ব্রিটেনের রাস্তায় সাইকেল চালিয়ে কর্মস্থলে পৌঁছানোর রেওয়াজ আছে। কিন্তু রাস্তায় খানাখন্দ নিয়ে কর্তৃপক্ষ উদাসীন, অতএব মার্ক মোরেলের মতো বহু সাইকেল আরোহীর সাইকেল চালানো দায়।তবে মার্ক মোরেল অনেক দিন ধরেই অভিনব সব কায়দায় রাস্তার গর্ত বুজিয়ে চলেছেন।ইতিমধ্যে ব্রিটেনের সমাজমাধ্যমে তার আর এক নাম হয়ে গেছে ‘মিস্টার পটহোল’ ।তিনি নিজেকে বলেন, ‘স্বঘোষিত গর্ত বোজানো মানুষ’। এর আগেও মার্ক মোরেল নানারকম কার্যকলাপের মাধ্যমে প্রশাসনকে রাস্তার গর্ত বোজানোর বার্তা দিতে চেয়েছেন। কিন্তু তাতে কোনও কাজ হয়নি।কাজ হয়নি মানে প্রশাসনের হুঁশ ফেরেনি।মোরেল তাই এবার রাস্তার গর্ত বোজাতে বেছে নিলেন খাওয়ার নুডলস। এই প্রতিবাদ কর্মসূচির জন্য তিনি ব্রিটেনের এক জনপ্রিয় নুডলস কোম্পানির সঙ্গে জোট বেঁধেছেন। ব্যাঙ্গের সুরে তার মন্তব্য, রাস্তা সমান করতে নুডলসই সবচেয়ে ভাল উপাদান। মিস্টার পটহোলের আশা এর ফলে হয়তো প্রশাসন রাস্তার গর্ত বোজানোর ক্ষেত্রে উদ্যোগী হবে।হ্যাশট্যাগ ব্যবহার করে ব্রিটেন জুড়ে গর্তের সংখ্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে কার্যত পথে নেমেছেন এই সাইক্লিস্ট। ব্রিটেনের সংবাদমাধ্যমকে মোরেল বলেছেন, ‘ব্রিটেন জুড়ে রাস্তায় গর্তের সংকট এখন ক্রমবর্ধমান গুরুতর সমস্যা। এই সংকটের প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে আমি গত বছর ধরে নানা ভাবে প্রচার চালিয়ে যাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *