August 2, 2025

পুলিশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে রাজধানীতে চোরের তান্ডব!

 পুলিশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে রাজধানীতে চোরের তান্ডব!

সোমবার রাতে দাপট দেখাল চোরের দল। একই রাতে শহরের বিভিন্ন জায়গায় চুরিকাণ্ড ঘটিয়ে জানান দিল তাদের অস্তিত্বের। প্রথম ঘটনায় পূর্ব থানার অন্তর্গত মধ্য ডুকলির ঘোষপাড়া কালীমন্দির থেকে কালী মন্দিরে লোহার শাটার এবং দরজা ভেঙে বিগ্রহের স্বর্ণ অলংকার সহ প্রণামী বাক্সের নগদ টাকা নিয়ে চম্পট দিল চোরের দল।মঙ্গলবার সকালে স্থানীয়দের নজরে ঘটনাটি এলে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এ নিয়ে পরপর তিনবার এই কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে বলে জানান এক স্থানীয় বাসিন্দা। পুলিশের মতে, এ পর্যন্ত কাউকে আটক করা না গেলেও তদন্ত চালানো হচ্ছে চুরিকাণ্ডের। বলা বাহুল্য, ইদানীং রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন মন্দিরকে সহজ লক্ষ্য হিসেবে বেছে নিচ্ছে চোরেরা।অপরদিকে একই রাতে রাজধানীর বটতলা ফাঁড়ি সংলগ্ন এলাকায় ফুটপাতে থাকা নয়টি ফলের দোকানে চুরিকাণ্ডে পরদিন দোকানে এসে পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিতে দেখা গেল দোকানিদের। তাদের অভিযোগ, ফুটপাথে থাকা ফলের দোকানগুলি থেকে যাবতীয় ফল, খুচরো টাকা চুরি যায় ওই রাতে।ঘটনায় হতবাক দোকানিদের মখে উঠে আসে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও। এদিকে মঙ্গলবার দিনদুপুরে রাজধানীর প্যালেস কম্পাউণ্ড এলাকায় একটি বাড়িতে চুরি করতে এসে জনতার হাতে আটক হয় এক চোর।বাড়িতে ঢুকে জলের পাইপ, ট্যাপ ইত্যাদি চুরি করে নিয়ে যাওয়ার পথে এলাকাবাসী আটক করে ছিঁচকে চোরকে।পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে পুলিশ ওই চোরকে আটক করে নিয়ে যায় থানায় ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *