August 2, 2025

বিরোধী ঐক্যের অধ্যক্ষ পদপ্রার্থী হচ্ছেন গোপাল!

 বিরোধী ঐক্যের অধ্যক্ষ পদপ্রার্থী হচ্ছেন গোপাল!

পূর্ণাঙ্গ রাজ্যের ইতিহাসে ত্রিপুরা রাজ্য বিধানসভায় এর আগেও অধ্যক্ষ পদে লড়াই করেছিলেন বিরোধীরা। কিন্তু জয়ের নজির নেই। একথা মাথায় রেখেই আরও একবার বিরোধী ঐক্যের পক্ষে অধ্যক্ষ পদে প্রার্থী হচ্ছেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। সোমবার দুপুরে প্রদেশ কংগ্রেস ভবনে পিসিসি সভাপতি বীরজিৎ সিন্হা জানিয়ে দিলেন, সিপিআইএম এবং তিপ্রা মথার সাথে আলোচনা করেই অধ্যক্ষ হিসেবে পদপ্রার্থী করা হচ্ছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা দলের বরিষ্ঠ নেতা বিধায়ক গোপাল চন্দ্ৰ রায়কে।তিনি জানান, সবার আগে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরীই প্রস্তাব আনেন বরিষ্ঠ এবং অভিজ্ঞতাসম্পন্ন এই নেতার নাম। এরপরই একই প্রস্তাবে সমর্থন জানায় তিপ্ৰা মথা ৷ আয়োজিত এক সাংবাদিক সম্মেলন থেকে এ দিন তিনি বলেন, আগামী ২৩ মার্চ দুপুর একটার মধ্যে জমা করতে হবে মনোনয়ন। এরপর এ দিনই চলবে মনোনয়ন প্রত্যাহার এবং স্ক্রুটিনির কাজ। পরে ২৪ মার্চ ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশনে নির্বাচিত করা হবে অধ্যক্ষ।এদিকে নোটিফিকেশন জারি করা না হলেও ইতিমধ্যেই উপাধ্যক্ষ নিয়েও বিরোধী শিবির যে তৈরি তাও এ দিন জানিয়ে দিলেন পিসিসি সভাপতি। বলেন, বিরোধী বাম-কংগ্রেস শিবির এবং তিপ্রা মথার সম্মিলিত আলোচনাক্রমে উপাধ্যক্ষ পদপ্রার্থী হিসেবেও প্রধান বিরোধীদল তিপ্রা মথা থেকে প্রার্থী দিচ্ছেন তারা।রাজ্যের জনগণের স্বার্থে তারা সকলেই নির্বাচিত সদস্যদের কাছে ভোট চাইছেন। সার্বিকভাবে এই গোটা বিষয়টি নিয়ে তিপ্ৰা মথা সূত্রে অবশ্য এ ধরনের আলাপচারিতার সত্যতা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *