September 17, 2025

অস্কারের মঞ্চে ভারতের বাজিমাত!!

 অস্কারের মঞ্চে ভারতের বাজিমাত!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। ২০২৩ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে এবার একসাথে জোড়া অস্কার জিতলো ভারত। সেরা মৌলিক গানের বিভাগে সেরার সেরা পুরস্কার জিতে নিলো এস এস রাজমৌলীর মাস্টার ব্লাস্টার মুভি “আর আর আর” -এর জনপ্রিয় গান “নাটু নাটু”। একইসাথে সেরা তথ্যচিত্র বিভাগে অস্কার জিতে নিলো ভরাতের ” দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স “। ভারতের এই তথ্যচিত্র প্রকৃতির সঙ্গে মানুষ ও প্রাণীর সম্পর্ক কে প্রতিষ্ঠা করেছে এত সুন্দরভাবে, যার হাত ধরে এলো অস্কার। এলিফ্যান্ট হুইস্পারার্স আদতে এক অনাথ হাতি শাবকের গল্প। এই তথ্যচিত্র শুধু মানুষ ও প্রাণীর সম্পর্ককেই তুলে ধরেনি, এই ছবি একই সাথে প্রকৃতি এবং তার অসাধারণ সৌন্দর্য্যকেও তুলে ধরেছে। ছবির পরিচালক কার্তিক গঞ্জালভেস, প্রযোজক গুণীত মোঙ্গা।
অন্যদিকে, বিদেশের মাটিতে ভারতকে গর্বিত করেছে ” আর আর আর”। তেইশের শুরুটা হয়েছিল “গোল্ডেন গ্লোবস” দিয়ে। আন্তর্জাতিক ময়দানে সাড়া ফেলে দিয়ে ভারতে প্রেস্টিজিয়াস পুরস্কার এনেছিল ” নাটু নাটু”। তার রেশ কাটতে না কাটতেই এবার অস্কারের মঞ্চে বাজিমাত। অস্কারের মঞ্চে সেরা অরিজিনাল সং -এর শিরোপা জিতে নিলো “নাটু নাটু”। আর আর আর ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন এম এম কিরাবাণী। নাটু নাটু গানটির দুই গায়ক হচ্ছেন রাহুল সিপলগঞ্জ ও কলা ভৈরব। ভারতীয় সঙ্গীত পশ্চিমী দুনিয়াতেও ঝড় তুলে দিয়েছে। নাটু নাটু তা আবারও প্রমাণ করে দিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *