August 2, 2025

শান্তি বজায় রাখতে কমিশনের বিশেষ উদ্যোগ, প্রতিটি পোলিং স্টেশনে হবে শান্তিসভা!

 শান্তি বজায় রাখতে কমিশনের বিশেষ উদ্যোগ, প্রতিটি পোলিং স্টেশনে হবে শান্তিসভা!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। এবার নির্বাচনে ভোট দানের দিন যেভাবে গোটা রাজ্যের মানুষ শান্তির পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনকে সহায়তা করেছে ঠিক একইভাবে ভোট গণনার পরেও যেন এই পরিস্থিতি বজায় থাকে তার জন্য আপামর রাজ্যবাসীর কাছে আহ্বান রাখলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরন গিত্যে। শনিবার পশ্চিম জেলাশাসক ও সমাহরতার দপ্তরে রাজ্য নির্বাচন কমিশন আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই আহ্বান রাখলেন তিনি । এদিন তিনি জানান, দেশের নির্বাচন কমিশনের ক্যালেন্ডারে বছরের প্রথম ভোটের তালিকায় ত্রিপুরার নাম সর্বপ্রথম। তিনি আরও জানান, ত্রিপুরায় এবারের নির্বাচনে যে পরিমাণ ভোট পড়েছে তা হয়তো এই বছরে বাকি নির্বাচন গুলিতে কোন রাজ্যে পড়বে না।

তিনি জানান ভোট গণনা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য ২৭ এবং ২৮ ফেব্রুয়ারি প্রত্যেকটি পোলিং স্টেশনে সর্বস্তরের জনগণদের নিয়ে শান্তি সভা করবে নির্বাচন কমিশন । যার বিষয় রাখা হয়েছে “আমরা অহিংসার পথে; আমরা শান্তির পক্ষে”।
সর্বোপরি তিনি ভোট গণনার এবং তারপর কোন ধরনের হিংসা মূলক কর্মসূচিতে অংশগ্রহণ না করার জন্য রাজ্যবাসীর প্রতি আবেদন রাখেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *