August 2, 2025

বাদল নামতেই উজ্জীবিত ঋষ্যমুখ

 বাদল নামতেই উজ্জীবিত ঋষ্যমুখ

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচারের ঝড় তুলছে সন রাজনৈতিক দলই । লালের শক্ত ঘাটি হিসেবে পরিচিত ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রটি । এই কেন্দ্র থেকে বাদল চৌধুরী বার বার জয়ী হয়ে এসেছেন। বলতে গেলে বাম দূর্গ ঋষ্যমুখ। অসুস্থতার কারণে প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীকে এই কেন্দ্রে এবার প্রার্থী করেনি দল । প্রার্থী করা হয়েছে রাষ্ট্রপতি পুরুস্কার প্রাপ্ত তথা অবসর প্রাপ্ত শিক্ষক অশোক মিত্রকে । এরপরই নির্বাচনী লড়াই ময়দানে নামে বামেরা ।

উদ্দেশ্য লালের ঘাটিকে অক্ষত রাখা। শনিবার বেলা সাড়ে বারোটায় বামগ্রেস মনোনীত প্রার্থী অশোক মিত্রকে বিপুল ভোটে জয়ী করার আহ্বানে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রে । সভাটি হয় ঋষ্যমুখ বাজার সংলগ্ন সিপিআইএম পার্টি অফিস সংলগ্ন এলাকায়। এই দিনের সভায় ছিলেন, প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরী, সিপিআইএম পশ্চিম বঙ্গ রাজ্য কমিটির সদস্য তন্ময় ভট্টাচার্য, বাম প্রার্থী অশোক মিত্র, সিপিআইএম দক্ষিণ জেল ও মহকুমা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার, তাপস দত্ত , ঋষ্যমুখ ব্লক কংগ্রেস সভাপতি হেমন্ত লোধ সহ অন্যান্য নেতৃত্বরা। সভায় বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী বিধায়ক বাদল চৌধুরী, সিপিআইএম পশ্চিম বঙ্গ রাজ্য কমিটির সদস্য তন্ময় ভট্টাচার্য, বাম প্রার্থী অশোক মিত্র, সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত । বক্তারা আলোচনা রাখতে গিয়ে, বিজেপি সরকারের তীব্র সমালোচনা করার পাশাপাশি শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাম কংগ্রেস মনোনীত প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *