August 2, 2025

মথা-সিপিএম জোট জিতেনের অপপ্রচার, বললেন রাংখল

 মথা-সিপিএম জোট জিতেনের অপপ্রচার, বললেন রাংখল

আসন্ন বিধানসভা নির্বাচনে একাই লড়বে তিপ্রা মথা। এই সিদ্ধান্ত আগেই হয়ে গেছে। এখন আর অন্য কোনও দলের সাথে জোট করার যুক্তিসঙ্গত কোনও কারণ নেই। এই কথা জানালেন তিপ্ৰা মথা সভাপতি বিজয় কুমার রাংখল। মঙ্গলবার সাব্রুমে একটি সভায় সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বলেন, তিপ্রা মথার সাথে সিপিএমের জোট হচ্ছে। এই বিষয়ে নাকি মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোরের সাথে কথা হয়েছে। শুধু তাই নয়, মঙ্গলবার রাতেই নাকি এই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে বলে দাবি করেন জিতেনবাবু। জিতেনবাবুর এই বক্তব্য মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই নিয়ে রাজ্য রাজনীতিতে জোর গুঞ্জনও শুরু হয়। সিপিআই(এম) রাজ্য সম্পাদকের এই দাবি এবং বক্তব্য সঠিক কি না? এই ব্যাপারে তিপ্রা মথা সভাপতি বিজয় কুমার রাংখলের কাছে জানতে চাইলে তিনি বলেন, জিতেনবাবুর এই বক্তব্য ও দাবি আমাদের নজরেও এসেছে। আসলে নির্বাচনে পরাজয় নিশ্চিত বুঝেই জিতেনবাবুরা তিপ্রা মথাদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর কৌশল নিয়েছে। এই ধরনের দাবি ও বক্তব্য সম্পূর্ণ অসত্য ও যুক্তিহীন। সিপিএম কৌশলে বিভ্রান্তি ছড়াচ্ছে। এতে কোনও কাজ হবে না। আমরা তিপ্রাসাদের সাংবিধানিক অধিকার আদায়ের লড়াই একাই লড়বো এবং জিতবো। কারও সাথে আমাদের জোট করার প্রশ্নই নেই। তাছাড়া দলের সভাপতি হিসাবে আমি বলছি, সিপিএমের সাথে জোট তো দূরের কথা, এমন সম্ভাবনা বিন্দুমাত্রও নেই। বিজয় রাংখল আরও বলেন, আমরা দলের প্রতিটি নেতা-কর্মী ও সমর্থকদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি কোনও বিভ্রান্তিমূলক প্রচারে কান না দিতে। অধিকার আদায়ের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে। তিপ্রা মথা কারও সাথে সমঝোতা করবে না। তিনি বলেন, সিপিএম এই ধরনের প্রচার আরও করবে। কিন্তু আমাদের লক্ষ্য স্থির হয়ে গেছে। সেখান থেকে সরে আসার কোনও সুযোগ নেই। এই বিষয়ে দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোরের সাথেও যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল তার বক্তব্য জানার জন্য। কিন্তু তিনি শিলং থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *