August 3, 2025

কর্তব্যপরায়ণতার স্বীকৃতি পেল বীরগঞ্জ থানা

 কর্তব্যপরায়ণতার স্বীকৃতি পেল বীরগঞ্জ থানা

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। কর্তব্যপরায়ণতার স্বীকৃতি পেল গোমতী জেলার অন্যতম থানা অমরপুরের বীরগঞ্জ থানা কর্তৃপক্ষ। 
রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের বিট সিস্টেমের ডিউটিতে ২০২২ সালের সেরা পুলিশ স্টেশনের শিরোপা অর্জন করেছে বীরগঞ্জ থানা। শুক্রবার পুলিশ সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার হাত থেকে ওই শিরোপা অর্জনের স্বীকৃতি গ্রহণ করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কার্যাধিকারিক(ওসি) জয়ন্ত দাস।

শুক্রবার রাজধানীর এডি নগরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত পুলিশ সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে বীরগঞ্জ থানার ওসি’র হাতে ওই পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। এদিন, 
এডি নগর পুলিশ প্যারেড গ্রাউন্ডে সপ্তাহ ব্যাপী পুলিশ সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ পদস্থ পুলিশ অধিকারিকরা। কর্তব্যপরায়ণতার স্বীকৃতি পেয়ে বীরগঞ্জ  থানায় কর্মরত সকল পুলিশ অফিসার সহ সমস্ত আরক্ষা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *