August 3, 2025

নর্থ ক্যালিফোর্নিয়ায় প্রথমবার মেয়র নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত মিকে

 নর্থ ক্যালিফোর্নিয়ায় প্রথমবার মেয়র নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত মিকে

আমেরিকার নর্থ ক্যালিফোর্নিয়ার লোদি
শহরের মেয়র নির্বাচিত হলেন মিকে হোথি। মিকে ভারতীয় বংশোদ্ভূত। তার বাবা-মা ভারত থেকে আমেরিকায় গিয়ে থাকতে শুরু করেন। মিকে নিজেও শিখ। এই প্রথম
ক্যালিফোর্নিয়ার কোনও শহরের মেয়র হলেন এক জন শিখ। হোথিকে মেয়র হিসাবে মনোনীত করেছিলেন সে শহরের নবনির্বাচিত কাউন্সিলওম্যান লিসা ক্রেগ। তিনি নভেম্বরে নির্বাচনে জিতেছিলেন। বুধবারের বৈঠকে তিনি ভাইস মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন। এর আগে ওই শহরের মেয়র ছিলেন চ্যান্ডলার। তার অধীনে-সহ মেয়র হিসাবে কাজ করেছেন মিকে। এ বার তিনি মেয়র হলেন ওই শহরের। মেয়র হওয়ার কথা নিজেও ট্যুইট করে জানিয়েছেন হোথি। তিনি লিখেছেন, ‘লোদি শহরের ১১৭ তম মেয়র
হিসাবে শপথ নিয়ে আমি সম্মানিত।’ স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মিকে হোথির বাবা-মা ওই শহরের আর্মস্ট্রং রোডে শিখ মন্দির স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা
নিয়েছিলেন। লোদি শহরের ব্যাপারে বলতে গিয়ে মিকে বলেছেন, ‘প্রত্যেকে লোদি শহরে এসেছে। কারণ তারা বুঝেছে এটা খুব নিরিবিলি এক পরিবার কেন্দ্রিক শহর। খুব
নিরাপদ। এখানকার শিক্ষা, লোকজন, সংস্কৃতি , মূল্যবোধ এবং বাসিন্দাদের পরিশ্রম করার ইচ্ছা শহরকে সুন্দর করে
তুলেছ। মেয়র হিসাবে এই শহরবাসীর প্রতিনিধি হতে
পেরে আমি খুব গর্ব অনুভব করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *