August 2, 2025

আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হতে চলেছে নয় শহর

 আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হতে চলেছে নয় শহর

মুম্বাই মেট্রোপলিটন রিজিয়নকে নতুন করে আন্তর্জাতিক মানের হিসেবে সাজিয়ে তোলার
উদ্যোগ নিল মহারাষ্ট্রসরকার। অদূর ভবিষ্যতে যাতে এই শহরগুলিতে আরও বেশি করে বিদেশি পর্যটকেরা আসেন সেই কথা মাথায় রেখেই এমন একটি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেই জানা গিয়েছে। কীভাবে এই কাজ করা যেতে পারে সেই রিপোর্ট তৈরির
জন্য দরপত্র আহ্বান করেছে মুম্বাই
মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট
অথরিটি বা এমএমআরডিএ। সেই রিপোর্ট চূড়ান্ত হওয়ার পরেই সেই পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নের কাজ শুরু হয়ে যাবে। এই শহরগুলির কোন কোন এলাকাকে নতুন
পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় সেই দিকটিই উল্লেখ করা হবে রিপোর্টে। এমএমআরডিএ-র এক শীর্ষ আধিকারিক বলেন, ‘সাধারণভাবে পর্যটকেরা জানেন,
মুম্বাইতে ঐতিহ্যশালী কিছু ভবন রয়েছে। এছাড়াও গেটওয়ে অফ ইন্ডিয়া, মেরিন ড্রাইভ, জুহু চৌপট্টির মতো কিছু দর্শনীয় স্থান রয়েছে বলেই জানেন পর্যটকেরা। কিন্তু এই
এলাকাগুলিকে বাদ দিয়েও যে আরও অনেক পর্যটন কেন্দ্র রয়েছে, বনাঞ্চল, বাঁধ, জলাশয় এবং একাধিক দুর্গ রয়েছে তা অনেকেরই অজানা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *