August 2, 2025

বিরল প্রজাতির গুই সাপ উদ্ধার!!

 বিরল প্রজাতির গুই সাপ উদ্ধার!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। ধর্মনগর শিববাড়ি ছড়ারপাড় এলাকা থেকে শনিবার বড় একটি গুই সাপ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এই গুই সাপটি বেশ কিছু দিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। শনিবার স্থানীয় কিছু শিশু গুই সাপটিকে দেখার পর পেছন ধাওয়া করলে এটি এলাকার শিবানী সরকারের বাড়িতে আশ্রয় নেয়। সেই সময় বাড়িতে ছিলেন না শিবানী সরকার। তিনি বাজার থেকে বাড়ি ফিরে রান্না ঘরে ঢুকে বড় আকারের গুই সাপটিকে দেখে চিৎকার শুরু করেন। মহিলার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রান্না ঘর বন্ধ করে ধর্মনগর বনদপ্তরে খবর দেন। বন দপ্তর থেকে কর্মীরা এসে গুই সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। গুইসাপটিকে ধরতে গিয়ে এক বনকর্মী সামান্য আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *