August 2, 2025

এসডিপিও এর বিরুদ্ধে এফআইআর!!

 এসডিপিও এর বিরুদ্ধে এফআইআর!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। ব‍্যবসায়ীদের মারধোর করে তোল্লা আদায়ের অভিযোগে কাঞ্চনপুর মহকুমা পুলিশ অফিসার সৌরভ সেনের বিরুদ্ধে ভাংমুন থানায় মামলা করা হয়েছে। ভাংমুন থানার ওসি সলোমন রিয়াং জানান এফ আই আর নিয়ে যে প্রাথমিক তদন্ত করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে কাঞ্চনপুরের এসডিপিও সৌরভ সেন নয়জন ব‍্যবসায়ীকে মারধোর করে তাদের কাছ থেকে জোর করে টাকা ছিনিয়ে নিয়েছেন। ঐ ব‍্যবসায়ীর পক্ষ থেকে জনৈক আমির উদ্দিন অভিযোগ করেছে, মঙ্গলবার রাত সাড়ে নয়টা নাগাদ সুপারি কেনার উদ‍্যেশে জম্পুই যাওয়ার পথে কাঞ্চনপুরে এস ডি পি ও সৌরভ সেন তার টি আর ০৫ – ৩৩২৩ বুলেরো গাড়ি নিয়ে বন্দুকধারী দুই তিনজন রক্ষীসহ নয়জন ব‍্যবসায়ীকে আটক করে। তাদের মারধোর করে এক লক্ষ ছয়ত্রিশ হাজার সাতশ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ। এই নিয়ে গোটা উত্তর জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ব‍্যপারে উত্তর জেলার পুলিশ সুপার কিরন কুমারকে জিজ্ঞাসা করলে তিনি জানান, এফ আই আরের ভিত্তিতে তিনি নিজেই ঘটনার তদন্ত করছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *