25টি OTT প্ল্যাটফর্ম ব্যান করল ভারত সরকার!!

অনলাইন প্রতিনিধি :- বন্ধ করা হলো ২৫ টি OTT প্ল্যাটফর্ম ৷ শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রক ২৫ টি ওটিটি প্ল্যাটফর্মের ওয়েবসাইট এবং অ্যাপ ব্লক করার নির্দেশ দিয়েছে ৷ কেন্দ্রের তরফে এমন নির্দেশিকার কারণও উল্লেখ করা হয়েছে ৷ সেইসঙ্গে ভারতে বসে কোনও ইউজার এই ২৫ টি ওটিটি প্ল্যাটফর্ম যাতে ব্যবহার করতে না-পারে, তাই ইন্টারনেট প্রোটোকল সার্ভিস প্রদানকারী সংস্থার কাছে এই নির্দেশিকা জারি করেছে।ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক একাধিক অভিযোগ এবং প্রতিবেদনের ভিত্তিতে এই ব্যবস্থা নিয়েছে ৷ আধিকারিকরা জানিয়েছেন, অল্ট বালাজি, উল্লু, বিগ শটস অ্যাপ, ডেসিফ্লিক্স, বুমেক্স, নবরসা লাইট এবং গুলাব-সহ ওটিটি অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে। ভারত সরকারের তরফে জানানো হয়েছে, এই OTT অ্যাপগুলি আইনের সীমা লঙ্ঘন করেছে ৷ অর্থাৎ এই ওটিটি থেকে সফ্ট পর্নোগ্রাফি, অশ্লীল কনটেন্ট রয়েছে ৷ বিশেষ করে এই কনটেন্ট অপ্রাপ্তবয়স্কদের মস্তিষ্কে কুপ্রভাব ফেলতে পারে ৷ আর তার জন্যই এই সিদ্ধান্ত।