বেকার ভাতা বাড়িয়ে দিলেন মাসে ১০০০ টাকা, পাবেন স্নাতক পাশ তরুণ-তরুণীরাও!!
অনলাইন প্রতিনিধি:-রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক উদ্ধৃতি টেনে মুখ্যমন্ত্রী বললেন, নরেন্দ্র মোদি সর্বদাই বলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস-এর কথা।আজ সেই ছবিই আমরা প্রত্যক্ষ করছি।আমাদের লক্ষ্য, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারী বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির সুফল পৌঁছে দেওয়া।এ দিন ছিল পূর্ণ স্বাক্ষর ত্রিপুরা, উল্লাস-নবভারত সাক্ষরতা কার্যক্রম […]readmore