বহি:রাজ্য থেকে আমদানি বন্ধ হতেই কুমারঘাটে অগ্নিমূল্যে বিক্রি হচ্ছে মাছ!”
অনলাইন প্রতিনিধি :-কুমারঘাট মহকুমাজুড়ে মাছ,মাংসের আকাল দেখা দিয়েছে। বহি:রাজ্য থেকে মাছ না আসার কারণে কুমারঘাট মহকুমা এলাকার বাজারগুলিতে মাছের দাম আকাশছোঁয়া।মাছের মতোই মাংসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।মাছ এবং মাংসের বাজারগুলির উপর সরকারী কোনও নিয়ন্ত্রণ নেই।মহকুমা প্রশাসন থেকে মাঝেমধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উপর নজরদারি চালালেও নজরদারি নেই মাছ, মাংসের বাজারের উপর। ফলে মাছ এবং মাংসের দাম অস্বাভাবিকভাবে […]readmore