৮ থেকে ১০ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, ভেঙে পড়েছে পরিষেবা, দুর্ভোগ চরমে, ক্ষুব্ধ ও অসন্তোষ্ট মানুষ!!

অনলাইন প্রতিনিধি :- বিদ্যুৎ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে জিরানীয়া মহকুমা এলাকায়। রাণীরবাজার জিরানীয়া, মান্দাই, খুমুলুঙ, চম্পকনগর প্রত্যেকটি বিদ্যুৎ সাব ডিভিশন এলাকায় বিদ্যুৎ যন্ত্রণা অব্যাহত রয়েছে। একবার বিদ্যুৎ উধাও হলে কয়েক ঘণ্টা বিদ্যুতের দেখা পাচ্ছে না মানুষ। লাগামছড়া বিদ্যুৎ দুর্ভোগ চলছে সর্বত্র। সম্প্রতি রাণীরবাজার এলাকায় একটি সাবস্টেশনের উদ্বোধন করেন বিদ্যুৎমন্ত্রী। মানুষ ভেবেছিল হয়তো এবার রাণীরবাজার সহ তার আশপাশ এলাকার মানুষ বিদ্যুৎ যন্ত্রণা থেকে নিস্তার পাবে। কিন্তু এই সাবস্টেশনের উদ্বোধনের পর বিদ্যুৎ যন্ত্রণা চরম আকার ধারণ করেছে।
তীব্র গরমে অতিষ্ঠ মানুষ তার মধ্যে ঝড়বৃষ্টি না থাকলেও লোডশেডিং অব্যাহত রয়েছে। অভিযোগ গত কয়েক মাস ধরে বিদ্যুৎ ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে। কিছু কিছু জায়গায়। একবার বিদ্যুৎ গেলে মানুষ ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছে না। রাণীরবাজার বিদ্যুৎ সাবডিভিশনের কিছু এলাকায় গতকাল রাত থেকে বিদ্যুৎ উধাও।দুপুর প্রায় একটা নাগাদ মানুষ বিদ্যুৎ পেলেও ফের লোডশেডিং চলছে।জিরানীয়া এলাকায় শুক্রবার সকাল থেকে উধাও বিদ্যুৎ। বিকালে বিদ্যুৎ এলেও ফের শেডিং যন্ত্রণা অব্যাহত বলে অভিযোগ। এতটাই বিদ্যুৎ সমস্যা চলছে যে খোদ দপ্তরের কর্মীরা বুঝে উঠতে পারছে না সমস্যার মূল কারণ কী। লাগামহীন দুর্ভোগ ও দুর্দশার মধ্যে ভোক্তরা পড়লেও কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার তেমন কোনও উদ্যোগ নেই নিগম কর্তৃপক্ষের। এমনিতেই সম্প্রতি বিদ্যুৎ বিল নিয়ে ভোক্তাদের মধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ফুয়েল চার্জ, ডিউটি চার্জ সহ নানা চার্জ ধরে বিল করার জন্য ভোক্তাদের পকেট কাটা যাচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে যখন ভোক্তাদের মধ্যে অসন্তোষ চলছে সেই সময়ে লাগামহীন বিদ্যুৎ দুর্ভোগের কারণে গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ দপ্তরের কর্মীদের বিদ্যুৎ সরবরাহ যাতে অক্ষুণ্ণ রাখা যায় তার জন্য নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়ে চলছে নানা অনুষ্ঠানে। কিন্তু দিন দিন বিদ্যুৎ যন্ত্রণা এতটাই বৃদ্ধি পাচ্ছে যে, বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে মানুষ তিতিবিরক্ত শেডিং যন্ত্রণা তীব্র গরমে চলতে থাকায় রোগী ও শিশুদের নিয়ে মানুশ বিপাকে পড়েছে। এক অসহনীয় বিদ্যুৎ যন্ত্রণা চলছে নানা এলাকায়। ঝড় বৃষ্টি না থাকা সময়েও যেভাবে বিদ্যুৎ দুর্ভোগ চলছে তাতে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে জনমনে। মানুষ বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান।